ইডেনের ফটক আটকে ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ইডেন কলেজের অধ্যক্ষ আন্দোলনকারী শিক্ষার্থীদের সামনে এসে দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা স্থান ত্যাগ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2023, 08:13 AM
Updated : 4 June 2023, 08:13 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবিতে ইডেন মহিলা কলেজের ফটক আটকে বিক্ষোভ দেখিয়েছেন।

রোববার বেলা পৌনে ১১টার দিকে নীলক্ষেত মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাত কলেজের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তারা ঢাকা কলেজের সামনে দিয়ে ঘুরে এসে ইডেন মহিলা কলেজের সামনে অবস্থান নেন এবং কলেজের ফটক আটকে দেন।

এ সময় তারা সাত কলেজের সমন্বয়ক ও ইডেন কলেজের অধ্যক্ষকে ফটকে এসে দাবি মেনে নিতে স্লোগান দেন। অন্যথায় ফটক বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষার্র্থীরা।

পরে বেলা সাড়ে ১২টার দিকে অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য আন্দোলনকারী শিক্ষার্থীদের সামনে এসে কথা বলেন। তিনি দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা স্থান ত্যাগ করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়ক ও তিতুমীর কলেজের শিক্ষার্থী তসলিম চৌধুরী সাংবাদিকদের বলেন, “ম্যাম আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। আগামীকাল সোমবার সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল স্যারের সঙ্গে বৈঠক করে বিষয়গুলো সমাধান করার কথা বলেছেন। সেখানে তিনজন শিক্ষার্থী প্রতিনিধিকেও রাখা হবে। 

শিক্ষার্থীদের দাবিগুলো হল-

  • ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবনে সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে।

  • যেসব শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করার পর জানতে পেরেছে যে তারা নন-প্রমোটেড, তাদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে।

  • বিলম্বে ফল প্রকাশের কারণ ব্যাখ্যা ও সর্বোচ্চ তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।

  • সাত কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে অভিভাবক কে বা কারা? কোথায় তাদের সমস্যাগুলো উপস্থাপন করবে তা ঠিক করে দিতে হবে।

  • অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

  • শিক্ষক, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

  • সিজিপিএ শর্ত শিথিল করতে হবে।