ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থীকে মারধরের জেরে দুদিন আগেও এ দুই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2023, 11:15 AM
Updated : 5 March 2023, 11:15 AM

দুই শিক্ষার্থীকে মারধর ও কলেজ বাসে ঢিল ছোড়াকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ফের সংঘর্ষে জড়িয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার পর থেকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে এই সংঘর্ষ চলে বলে নিউ মার্কেট থানার এসআই মাসুদুর রহমান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগের ঘটনার জেরে এই সংঘর্ষের শুরু। সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মাসুদুর রহমান জানান, আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থীকে মারধরের জেরে দুদিন আগেও ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে সংঘর্ষে হয়েছিল। তাছাড়া ঢাকা কলেজের একটি বাসে ঢিল ছোড়া নিয়েও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছিল।

এর জেরে বেলা ৩টার দিকেও ঢাকা কলেজের ৫০-৬০ জন শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে আইডিয়াল কলেজের দিকে যায়। পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

এ সময় সড়কের পূর্ব পাশে পুলিশের একটি গাড়ি শিক্ষার্থীদের ভাঙচুরের শিকার হয়। পরে পুলিশ টিয়ার শেল মেরে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এ পরিস্থিতিতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

নিউ মার্কেট থানার ওসি শফিকুল গনি সাবু বলেন, “পুরনো ঘটনা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।”

পুরনো খবর

Also Read: ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-ধাওয়ি