আগুন নেভাতে গিয়ে একজন ফায়ার ফাইটার সামান্য আহত হয়েছেন।
Published : 27 Feb 2024, 09:14 AM
রাজধানীর বাড্ডায় আগুন লেগে পুড়ে গেছে আসবাবপত্রের কয়েকটি দোকান।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, মঙ্গলবার ভোর ৪টার দিকে বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে আসবাবপত্রের দোকানে আগুন লাগার খবর পান তারা।
অগ্নি নির্বাপক বাহিনীর ছয়টি ইউনিট সেখানে গিয়ে ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাফি আল ফারুক জানান, আগুন নেভাতে গিয়ে একজন ফায়ার ফাইটার সামান্য আহত হয়েছেন।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।