আরেক মামলায়ও সাংবাদিক শামসের জামিন

অন্য মামলায় চার দিন কারাগারে থেকে জামিনে মুক্তি পান এই সাংবাদিক।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2023, 10:58 AM
Updated : 9 April 2023, 10:58 AM

ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় চার দিন কারাগারে থেকে আসা সাংবাদিক শামসুজ্জামান শামস আরেক মামলায়ও জামিন নিয়েছেন।

তেজগাঁও থানার এই মামলায় রোববার ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন প্রথম আলোর এই সাংবাদিক।

শুনানি শেষে বিচারক মোহাম্মদ শেখ সাদী এই জামিন আবেদন মঞ্জুর করেন বলে শামসের আইনজীবী প্রশান্ত কর্মকার জানিয়েছেন।

জামিন শুনানিতে শামসের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী। রাষ্ট্রপক্ষে ছিলেন আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শেখ রাকিব।

স্বাধীনতা দিবসে প্রথম আলোতে এক সংবাদ প্রতিবেদনে ‘মিথ্যা, বিভ্রান্তিকর, জাতির জন্য মানহানিকর’ তথ্য প্রকাশের অভিযোগে গত ২৯ মার্চ তেজগাঁও থানায় এই মামলা করেন সৈয়দ মো. গোলাম কিবরিয়া নামে এক যুবলীগ নেতা।

একই অভিযোগে একই দিনে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন মশিউর মালেক নামের এক আইনজীবী।

Also Read: যুবলীগ নেতার মামলা সিআইডিতে, সাংবাদিক শামস কোথায়?

Also Read: জামিন নাকচ, সাংবাদিক শামস কারাগারে

Also Read: বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন আবার বিতর্কে

Also Read: শামসকে গ্রেপ্তার ‘শিশু নির্যাতন ও শিশুকে অপব্যবহারের’ কারণে: পররাষ্ট্র মন্ত্রণালয়

Also Read: ‘মাছ মাংস চাল’র বক্তব্য জাকিরের না প্রথম আলোর, প্রশ্ন কাদেরের

২৯ মার্চ ভোররাতে শামসকে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় তার বাসা থেকে সিআইডি আটক করার পর এই মামলাগুলো দায়েরের খবর প্রকাশ পায়।

পরদিন রমনা থানার মামলায় পুলিশ শামসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

শামসকে আটকের এই ঘটনায় দেশে-বিদেশে সমালোচনা ওঠে। সেই প্রেক্ষাপটে চার দিন পর ৩ এপ্রিল ২০ হাজার টাকা মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করে। সেদিনই কারাগার থেকে ছাড়া পান তিনি।

রমনা থানার ওই মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়েছে। তিনি হাই কোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছেন।