Published : 20 Jan 2024, 03:52 PM
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার ২৭ হাজার ৭৪ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ।
এ সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় সুপারিশ পাওয়াদের মধ্যে কলেজ ও স্কুলে ১৩ হাজার ৭০৫ জন, মাদ্রাসায় ১১ হাজার ২৭৯ জন, কারিগরিতে ৫১৬ জন, সংযুক্ত স্কুলে ১ হাজার ৫৮৩ জন এবং সংযুক্ত মাদ্রাসায় ৬২১ জন রয়েছেন।
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে এসএমএসের মাধ্যমে সুপারিশের বিষয়টি জানানো হয়েছে। এছাড়া ফলাফল এনটিআরসিএ’র ওয়েবসাইটে পাওয়া যাবে।
চূড়ান্ত সুপারিশকৃতদের মধ্যে ১৮ হাজার ১৯২ জন পুরুষ এবং নারী ৮,৮৮২ জন।
৩২ হাজার ৪৩৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ করে গত ১২ মার্চ চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ এনটিআরসিএ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে ৩ হাজার ৬০৭ জন পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফরম দাখিল না করায় এবং অবশিষ্ট ১ হাজার ৭৯৯ জনের মধ্যে জাল সনদ পাওয়ায়, প্রত্যাশিত শিক্ষাগত যোগ্যতা না থাকায়, বয়স ৩৫ বছর অতিক্রম করায়, নিবন্ধন সনদ না থাকা সত্ত্বেও ভুল পদে আবেদন করায়, মামলার স্থগিতাদেশ থাকার কারণে নিয়োগের সুপারিশ করা সম্ভব হয়নি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)