ভর দুপুরে গুলিস্তানে বাসে আগুন

দুপুরে গুলিস্তানের 'বঙ্গবন্ধু স্কয়ার হল’ মার্কেটের সামনের সড়কে ‘বিকল্প’ পরিবহনের বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2023, 09:09 AM
Updated : 6 Nov 2023, 09:09 AM

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনের দুপুরে রাজধানীর গুলিস্তানে একটি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে গুলিস্তানের 'বঙ্গবন্ধু স্কয়ার হল’ মার্কেটের সামনের সড়কে ‘বিকল্প’ পরিবহনের ওই বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা  লিমা খানম বলেন, “বিকল্প পরিহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।“

এ ঘটনায় কেউ হতাহত হননি  বলে জানান লিমা খানম।

এর আগে সকাল পৌনে ৬টায় ঢাকায় বাংলাদেশ ব্যাংকের কাছে একটি ট্রাকে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলনে থাকা বিএনপি গত ২৮ অক্টোবর নয়া পল্টনে মহাসমাবেশ ডাকে। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে সেই সমাবেশ পণ্ড হয়ে গেলে ২৯ অক্টোবর হরতাল ডাকে দলটি।

একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর সারা দেশে অবরোধ করে বিএনপি ও জামায়াত। সেই অবরোধ শেষে রোব ও সোমবার ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয় নতুন করে।

২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন এবং পরে এই ‘আন্দোলন’ কর্মসূচির শুরুর দিন থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ সারা দেশের বিভিন্ন সড়কে বাস, ট্রাক, অটোরিকশায় আগুন দেওয়ার এবং ভাঙচুর করার খবর এসেছে।

তবে সন্ধ্যার পর থেকে ঢাকা ও চট্টগ্রামের এখানে ওখানে যানবাহনে আগুনের খবর আসছে। ভোরে পার্ক করে রাখা বাসগুলোও জ্বালিয়ে দিচ্ছে ‘দুর্বৃত্তরা’।

পুরনো খবর

Also Read: অবরোধের ৩০ ঘণ্টায় পুড়ল দেড় ডজন যানবাহন

Also Read: অবরোধ: গাড়িতে আগুনের ঘটনা বেশি সন্ধ্যা ও ভোরে

Also Read: অবরোধের তিন দিনে পোড়ানো হয়েছে ৩১ যানবাহন: ফায়ার সার্ভিস