রোববার ভোর ৪ থেকে সোমবার সকাল ১০টার মধ্যে এসব যানবাহন পোড়ানো হয়। রাজধানীতেই ঘটেছে বেশিরভাগ ঘটনা।
Published : 06 Nov 2023, 10:17 AM
বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথমদিন ১৮টি যানবাহনে আগুন দেওয়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।
পুড়িয়ে দেওয়া এসব যানবাহনের মধ্যে ১৩টি বাস, দুটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি অটোরিকশা এবং একটি লেগুনা।ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট এবং ২১৬ জন কর্মী এসব ঘটনায় আগুন নেভাতে কাজ করেছেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, রোববার ভোর ৪ থেকে সোমবার সকাল ১০টার (অবরোধের ৩০ ঘণ্টা) মধ্যে এসব যানবাহন পোড়ানো হয়। ঢাকা শহরে ১০টি, ঢাকা বিভাগে চারটি, চট্টগ্রাম বিভাগে চারটি ঘটনা ঘটে।
রোববার ভোর ৪টার দিক ঢাকার মাতুয়াইলে সাদ্দাম মার্কেটর সামনে একটি বাস পুড়িয়ে দেওয়া হয়।
রোববার ভোর ৪টার দিকে ঢাকার জুরাইন বালুর মাঠ এলাকায় তুরাগ পরিবহনের একটি বাস পোড়ানো হয়।
রোববার ভোর সোয়া ৫টায় ঢাকার মিরপুর ৬ নম্বরে পুড়িয়ে দেওয়া হয় একটি বাস।
রোববার সকাল সাড়ে ৬টায় গাজীপুরের ভোগরায় একটি বাসে আগুন দেওয়া হয়।
রোববার দুপুর পৌনে ১২টায় খাগড়াছড়ি সদরের জিরোমাইল এলাকায় আগুন দেওয়া হয় একটি মিনি ট্রাকে।
রোববার বিকাল পৌনে ৪টায় ঢাকার মিরপুর বাংলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চৈতালিতে আগুন দেওয়া হয়।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলামোটর মোড় পোড়ানো হয় একটি বাস।
রোববার সন্ধ্যা ৭টায় ঢাকার পল্লবীতে শিকড় পরিবহন একটি বাসে আগুন দেওয়া হয়।
রোববার রাত সোয়া ১০টায় ঢাকার নীলক্ষেত মোড় একটি প্রাইভেট কার পুড়িয়ে দেওয়া হয়।
রোববার রাত সাড়ে ১০টায় চট্টগ্রানের বায়েজিদ বোস্তামী এলাকায় নগর পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
রোববার রাত সাড়ে ১১ টায় ঢাকার হাজারীবাগে সেন্ট্রাল লাইন ট্রান্সপোর্টের একটি বাস পোড়ানো হয়।
রোববার রাত সাড়ে ১২টায় ঢাকার পোস্তাগোলায় বাংলাদেশ বিমানের একটি স্টাফ বাসে আগুন দেওয়া হয়।
রোববার রাত দেড়টায় মুগদা সিএনজি ফিলিং স্টেশনের সামনে পোড়ানো হয় একটি লেগুনা।
রোববার রাত সোয়া ২টার দিকে গাজীপুরের কদমতলী এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়।
সোমবার ভোর ৫টায় চট্টগ্রামের আনোয়ারায় একটি বাস পোড়ানো হয়।
সোমবার ভোর সোয়া ৫টায় গাজীপুরের সফিপুর ওভার ব্রিজের নিচে কালিয়াকৈর পরিবহনের বাসে আগুন দেওয়া হয়।
সোমবার সকাল পৌনে ৬টায় চট্টগ্রামের পটিয়া পৌরসভায় পুড়িয়ে দেওয়া হয় একটি অটোরিকশা।
সোমবার সকাল পৌনে ৬টায় ঢাকায় বাংলাদেশ ব্যাংকের কাছে একটি ট্রাকে আগুন দেওয়া হয়।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলনে থাকা বিএনপি গত ২৮ অক্টোবর নয়া পল্টনে মহাসমাবেশ ডেকেছিল। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে সেই সমাবেশ পণ্ড হয়ে গেলে ২৯ অক্টোবর হরতাল ডাকে দলটি।
একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর সারা দেশে অবরোধ করে তারা। সেই অবরোধ শেষে রোব ও সোমবার ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয় নতুন করে।
বিএনপির ডাকা এই অবরোধে সমমনা দলগুলোও সমর্থন দিচ্ছে। এছাড়া বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীও আলাদাভাবে একই কর্মসূচি দিয়েছে।
এই অবরোধের মধ্যে দিনের বেলায় ঢাকায় পিকেটারদের তেমন কোনো তৎপরতা না থাকলেও সন্ধ্যার পর থেকে যানবাহনে আগুনের খবর আসছে। ভোরে পার্ক করে রাখা বাসও জ্বালিয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন