শিক্ষার্থী-পেশাজীবীদের বিশেষ মেট্রোরেল বুধবার থেকে

ট্রেন দুটি বর্তমানে চালু সব স্টেশনেই থামবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 03:23 PM
Updated : 7 Nov 2023, 03:23 PM

শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য বুধবার সকাল থেকে দুটি বিশেষ মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল।

শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ট্রেন দুটি মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ডিএমটিসিএল জানিয়েছে, কেবল এমআরটি পাস কিংবা র‌্যাপিড পাস ব্যবহার করে ট্রেন দুটিতে ভ্রমণ করা যাবে। বিশেষ ট্রেন দুটি বর্তমানে চালু সব স্টেশনেই থামবে।

এমআরটি ও র‌্যাপিড পাসের বাইরে একবারের যাত্রার (সিঙ্গেল জার্নি) জন্য যে টিকেট আছে তা ব্যবহার করা যাবে সকাল সাড়ে ৭টা থেকে।

বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলছে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে চলাচল করা যাচ্ছে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর উত্তরা থেকে আগারগাঁও অংশ চালু করা হয়েছিল গত বছরের ২৮ ডিসেম্বর। এর ১০ মাস সাত দিনের মাথায় শনিবার ওই লাইনের মতিঝিল অংশ উদ্বোধন করা হয়।

পরদিন থেকে মাত্র আধা ঘণ্টায় রাজধানীর উত্তরা থেকে রওনা হয়ে মতিঝিলে পৌঁছাতে পারছেন নগরবাসী।

উত্তরা থেকে আগারগাঁও অংশের ৯টি স্টেশনের সবকয়টিই এখন চালু আছে। আর মতিঝিল অংশে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশন চালু হয়েছে। এসব স্টেশন থেকে সকাল সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ বছর মেয়াদি এমআরটি পাস সংগ্রহ করা যায়।

আর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) র‌্যাপিড পাস কেনা যায় ডাচ-বাংলা ব্যাংকের ঢাকার বিভিন্ন শাখা এবং মেট্রোরেলের দিয়াবাড়ি ও আগারগাঁও শাখার ডিবিবিএল বুথ থেকে।

র‌্যাপিড কার্ড মেট্রোরেলের পাশাপাশি ব্যবহার করা যায় উত্তরা থেকে হাউজ বিল্ডিংয়ে চলাচলকারী বিআরটিসির শাটল বাসে। এমআরটি ও র‌্যাপিড পাস- দুই কার্ডেই ভ্রমণে ১০ শতাংশ ছাড় পেয়ে থাকেন যাত্রীরা।

Also Read: মেট্রোরেলের টিকেট কাটবেন কীভাবে