Published : 12 Mar 2024, 03:36 PM
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহিংসতার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় পাঁচ আইনজীবীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
তিন দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম মঙ্গলবার পাঁচ আইনজীবীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন।
শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত পাঁচ আইনজীবীর জামিনের আবেদন নাকচ করে কারাগারে পটাঠানোর আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা সাব-ইন্সপেক্টর নিজাম উদ্দিন এ তথ্য জানান।
পাঁচ আইনজীবী হলেন- মোহাম্মাদ ওসমান চৌধুরী, কাজী বশির আহাম্মেদ, মো. এনামুল হোসেন সুমন, মো. হাসানুজ্জামান তুষার ও মো. তরিকুল ইসলাম।
গত ৯ মার্চ এই পাঁচ আইনজীবীর তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে গত বুধ ও বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে গণনার সময় ঝামেলা বাধে। বৃহস্পতিবার রাতেই ভোট গণনা শেষ করে ফলাফলের দাবি জানান সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা যুথী। কিন্তু বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেল থেকে সম্পাদক পদপ্রার্থী শাহ মঞ্জুরুল হকসহ অন্যরা শুক্রবার বিকালে ভোট গণনার দাবি জানান।
এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষ হট্টগোল এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে। সে সময় সহকারী অ্যাটর্নি জেনারেল আবু সাইদ একটি পক্ষের হাতে মারধরের শিকার হন। এমন বিশৃঙ্খল পরিস্থিতির পর থেকেই থেমে থাকে ভোট গণনা ও ফলাফল।
সেই ভোট গণনা আর ফল ঘোষণা করা হয় গত শনিবার।
হট্টগোল ও হাতাহাতির ওই ঘটনায় নির্বাচন সাব কমিটির কো-অপ্ট সদস্য সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী সাইফ শুক্রবার রাতে ওই মামলা দায়ের করেন। মামলাটিতে হত্যাচেষ্টার অভিযোগ আনেন তিনি।
ওই মামলায় গ্রেপ্তার করা হয় পাঁচ আইনজীবীকে।
২০ জনের নামে করা ওই মামলার এক নম্বর আসামি সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা যুথী। তিনি যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী।
এছাড়া বিএনপি প্যানেলের সম্পাদক পদপ্রার্থী রুহুল কুদ্দুস কাজলকে মামালায় দুই নম্বর আসামি করা হয়েছে। তিনিও পরে গ্রেপ্তার হয়ে চারদিনের রিমান্ডে আছেন।
এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন- অ্যাডভোকেট মো. জাকির হোসেন ওরফে মাসুদ (৫৫), অ্যাডভোকেট শাকিলা রৌশন, অ্যাডভোকেট কাজী বশির আহম্মেদ, ব্যারিস্টার উসমান, অ্যাড. আরিফ, অ্যাডভোকেট সুমন, অ্যাডভোকেট তুষার, রবিউল, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা (কবিতা), সাইদুর রহমান জুয়েল (৪০), অলিউর, যুবলীগ নেতা জয়দেব নন্দী, মাইন উদ্দিন রানা, মশিউর রহমান সুমন, কামাল হোসেন, আসলাম রাইয়ান, অ্যাডভোকেট তরিকুল ও অ্যাডভোকেট সোহাগ।
অজ্ঞাতপরিচয় আরো ৩০ থেকে ৪০ জনকে মামলায় আসামি করা হয়েছে।
আরও পড়ুন
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে হট্টগোল: রুহুল কুদ্দুস কাজল ৪ দিনের রিমান্ডে
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে হট্টগোল: রুহুল কুদ্দুস কাজল গ্রেপ্তার
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে হট্টগোল: গ্রেপ্তার ৫ আইনজীবী রিমান্ডে
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে হট্টগোল: ২০ জনের নামে মামলা, গ্রেপ্তার ৫