দুর্নীতির দায়ে পরিবার পরিকল্পনার বাবরের ১২ বছর জেল

পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2023, 12:56 PM
Updated : 28 Feb 2023, 12:56 PM

দুদকের মামলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাজেট সহকারী জহির উদ্দিন বাবরকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্পদের তথ্য গোপনের অভিযোগে জহির উদ্দিন বাবরকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। অসাধু উপায়ে অর্জিত ৫ কোটি ৬৮ লাখ ২০ হাজার ৯১৪ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

এছাড়া মানিলন্ডারিং আইন লঙ্ঘনের দায়ে তাকে আরও ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিন ধারার সাজা পৃথকভাবে কার্যকর হবে। সবমিলিয়ে তাকে ১২ বছরের সাজা ভোগ করতে বলে বিচারক আদেশে উল্লেখ করেন।

দণ্ডিত বাবর পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

বাবর লক্ষ্মীপুর সদর থানার আমানী লক্ষ্মীপুরের মো. জসিম উদ্দিনের ছেলে।

রায়ের নথি অনুযায়ী, এক কোটি ৬৫ লাখ ৬৬ হাজার ৩৮০ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন করে বাবর।

মিথ্যা তথ্য দেওয়া এবং অবৈধ পন্থায় অর্জিত আয় স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে ৫ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার ৫৪৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ভোগদখলে রাখার অভিযোগে দুদকের সহকারী পরিচালক আবদুল কাদের ভূঁইঞা ২০২০ সালের ২৩ জানুয়ারি বাবরের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলাটি তদন্তের পর ২০২১ সালের ১২ অক্টোবর একই কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।