পরীক্ষার্থীরা যাতে যানজটে আটকা না পড়েন, সেই বিষয়টি মাথায় রেখে তাদেরকে মোটরসাইকেলে করে কেন্দ্রে পৌঁছানো হয়।
Published : 09 Feb 2024, 05:37 PM
এমবিবিএস ভর্তি পরীক্ষার ঢাকার দুটি কেন্দ্রে ৩০ পরীক্ষার্থীকে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর মতিঝিল ট্রাফিক পুলিশ।
এসব পরীক্ষার্থী ভুল কেন্দ্রে যাওয়ায় সময় স্বল্পতার কথা বিবেচনা করে পুলিশ সহায়তার হাত বাড়িয়ে দেয় বলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এই শিক্ষার্থীদের কেউ কেউ মুগদার আইডিয়াল কেন্দ্রের পরিবর্তে মতিঝিল আইডিয়ালে চলে যান। বাকিরা মতিঝিল আইডিয়াল কেন্দ্রের পরিবর্তে মুগদার আইডিয়াল কেন্দ্রে চলে যান।
মতিঝিল বিভাগের (ট্রাফিক) উপ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান বলেন, “মতিঝিল ট্রাফিক পুলিশের আওতাধীন এলাকায় দুটি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় ৬ হাজার পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে প্রায় ৩০ জন পরীক্ষার্থী ভুল করে অন্য কেন্দ্র চলে আসেন।
“সময় স্বল্পতা ও পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে পরীক্ষার্থীদের সঠিক কেন্দ্রে পরীক্ষা শুরুর আগেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।”
পরীক্ষার্থীরা যাতে যানজটে আটকা না পড়েন, সেই বিষয়টি মাথায় রেখে তাদেরকে মোটরসাইকেলে করে কেন্দ্রে পৌঁছানো হয় বলে জানান তিনি।