পুলিশ বলছে, “ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, গৃহকর্মী আনোয়ারা ছাদে হাঁটাহাঁটি করছিলেন। তিনি নিজেই রেলিং টপকে কার্নিশের কাছে যান এবং পড়ে যান।"
Published : 19 Feb 2024, 05:08 PM
রাজধানীর মগবাজারে একটি আবাসিক ভবনের ১০ তলার ‘ছাদ থেকে নিচে পড়ে' এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
আনোয়ারা বেগম নামের ৪০ বছর বয়সী ওই গৃহকর্মী গত দেড় বছর ধরে পুলিশের মিরপুর জোনের গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. তরিকুল ইসলামের বাসায় কাজ করতেন।
আনোয়ারার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর পুলিশের ওই কর্মকর্তার বাসায় কাজ নিয়েছিলেন তিনি।
শাহজাহানপুর থানার ওসি সুজিত কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আনোয়ারাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
"ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, আনোয়ারা ছাদে হাঁটাহাঁটি করছিলেন। তিনি নিজেই রেলিং টপটে কার্নিশের কাছে যান এবং পড়ে যান।"
ভিডিওতে আনোয়ারাকে কার্নিশ থেকে লাফ দিতে দেখা না গেলেও তিনি ‘আত্মহত্যা করেছেন’ বলে পুলিশের ধারণা।
ওই ধারণার কারণ জানতে চাইলে ওসি বলেন, “গত ১৬ মাস ধরে স্যারের বাসায় থাকছেন ওই গৃহকর্মী। স্যারের বাসায় আসার ছয় মাস আগে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে সে মানসিকভাবে আপসেট ছিলেন।"
ময়নাতদন্তের জন্য আনোয়ারার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে কথা বলতে গোয়েন্দা পুলিশের কমিশনার তরিকুলকে কয়েক দফা ফোন করা হলেও তিনি ধরেননি।