চাকরির মেয়াদ শেষ হওয়ায় গত ৯ জানুয়ারি দেড় বছরের জন্য আইজিপি পদে চুক্তিতে নিয়োগ পান আব্দুল্লাহ আল-মামুন।
Published : 06 Oct 2023, 01:33 PM
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে জ্যেষ্ঠ সচিবের মর্যাদা দিয়েছে সরকার।
গত ১২ জানুয়ারি থেকে আগামী ১১ জুলাই পর্যন্ত তাকে ‘ভূতাপেক্ষভাবে’ জ্যেষ্ঠ সচিব পদমর্যাদা দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চাকরির মেয়াদ শেষ হওয়ায় গত ৯ জানুয়ারি দেড় বছরের জন্য আইজিপি পদে চুক্তিতে নিয়োগ পান আব্দুল্লাহ আল-মামুন।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তিনি পুলিশ প্রধানের দায়িত্ব নেন। ৯ জানুয়ারির প্রজ্ঞাপন সংশোধন করে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়েছে।
অষ্টম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত আইজিপির দায়িত্বে থাকবেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid025pvDH7QVagfSCmcyApJAFSaxcqkNoT6t3LnhDe7Xh2QGXvuWj33cN6Z7jXJmcQjbl