শনিবার রাতে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ মিলনায়তনে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়।
Published : 02 Mar 2024, 11:54 PM
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা রাসেল নির্বাচিত হয়েছেন।
পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) মো. মনিরুল ইসলাম এবার পুনঃনির্বাচিত হলেন।
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত গোলাম মোস্তফা রাসেল নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের দায়িত্ব রয়েছেন।
শনিবার রাতে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ মিলনায়তনে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়।
নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রাসেল জানান, তারা বসে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। সদ্য বিদায়ী কমিটিতে ১৫১জন ছিলেন।
পুলিশের এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের কথা জানানো হয়।
সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের নিয়ে গঠিত বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটি গুরুত্বপূর্ণ সংগঠন।