৯৯৯-এ ভাইয়ের ফোন, পাচার চক্র থেকে উদ্ধার পেল বোন

মেয়েটিকে ভুয়া ভিসায় দুবাইয়ে পার্লারের কাজের প্রলোভন দেখিয়ে ‘পাচার’ করা হচ্ছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2023, 10:19 AM
Updated : 30 May 2023, 10:19 AM

জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে এক তরুণীকে উদ্ধার করে দুই মানবপাচারীকে প্রেপ্তার করেছে পুলিশ। 

৯৯৯-এর পুলিশের পরিদর্শক আনোয়ার সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  সোমবার খিলক্ষেতের মধ্যপাড়ায় বাসিন্দা ২৬ বছর বয়সী ওই তরুণীর ছোট ভাইয়ের ফোন পেয়ে বিমানবন্দরের ভেতর থেকে তাকে উদ্ধারে করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- আবদুল খালেক (৪৩) ও মো. ফয়েজুল্লাহ সবুজকে (৫৩)।

উদ্ধারের পর ওই তরুণীকে তার স্বামী ও ভাইয়ের কাছে পৌঁছে দিয়েছে পুলিশ।

পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, “সোমবার সন্ধ্যা ৬টার দিকে এক এইচএসসি পরীক্ষার্থী আমাদের ফোন করে জানায় যে, তার বড় বোন এক ব্যক্তির মাধ্যমে দুবাই যাচ্ছেন পার্লারে কাজ করার জন্য। ওই তরুণীর ভিসার কপি দেখে সন্দেহ জাগলে পরিবারের সদস্যরা দূতাবাসে গিয়ে খোঁজখবর করে জানতে পারেন ভিসাটি ভুয়া।

কিন্তু রাত ৯টার ফ্লাইট ধরতে ততক্ষণে মেয়েটি প্রতারকদের সঙ্গে রওনা হয়েছে বলে জানায় তার ভাই। এবং তরুণীর কাছে কোনো ফোনও নেই।“

পুলিশ তাৎক্ষণিকভাবে বিমানবন্দর থানা এবং ইমিগ্রেশন পুলিশকে বিষয়টি জানিয়ে ওই তরুণীকে উদ্ধারের ব্যবস্থা করে বলে জানান পরিদর্শক সাত্তার।

তিনি বলেন, “এরপর বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহনাজ বেগম বিমানবন্দরের মধ্যে ওই তরুণীকে খুঁজে বের করে তার যাত্রা বাতিল করে এবং দুইজনকে গ্রেপ্তার করে।“

পরিদর্শক সাত্তার জানিয়েছেন, গ্রেপ্তার খালেক ও সবুজকে নামে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।