প্রচলিত সব ছুটির সঙ্গে ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটির বিধিমালা অনুমোদন করা হয়েছে।
Published : 21 Oct 2023, 01:44 PM
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করেছে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। দেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এ বিশ্ববিদ্যালয়ে মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি প্রদানের সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। চলতি অক্টোবর থেকেই সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ ছুটি মিলবে।
সন্তান জন্মদানের ক্ষেত্রে দেশে সরকারি প্রতিষ্ঠানের নারী চাকুরেরা ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। বেসরকারি বিভিন্ন কোম্পানিতেও এ সুযোগ পাচ্ছেন নারীরা। তবে সন্তানের দেখাশোনার জন্য বেশ কয়েক বছর ধরে পিতৃত্বকালীন ছুটির বিষয়ে আলোচনা থাকলেও তা সরকারি অনুমোদন পায়নি।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২৪তম সিন্ডিকেট সভায় গত ২৬ সেপ্টেম্বর প্রচলিত সব ছুটির সঙ্গে ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটির বিধিমালা অনুমোদন করা হয়েছে। এক্ষেত্রেও অন্যান্য ছুটির মতই সব সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহ্ আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যখন আমি একটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেলাম, দেখলাম এখানকার সবাই তরুণ। আমি দেখেছি- তারা যখন বাবা হন, তাদের মধ্যে যে উদ্বেগ থাকে, সে সময়টায় মায়েদের উপরই বেশি চাপ পড়ে। আর যারা দায়িত্ব পালন করতে চান, তারা অফিসের কারণে সঠিকভাবে সন্তান বা স্ত্রীকে সময় দিতে পারেন না।
“তাই আমার কাছে মনে হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হওয়া এবং তার প্রাথমিক পরিচর্যা করাটা একা মায়ের দায়িত্ব নয়। এটি একটি যৌথ দায়িত্ব। এই সুযোগটি করে দেওয়ার মধ্য দিয়ে আমি মনে করিয়ে দিতে চাই যে, এই সময়ে সন্তানের যত্ন নেওয়া একজন বাবার দায়িত্ব এবং তিনি যেন তার স্ত্রী ও সন্তানের পাশে থাকেন।”
উদ্বিগ্ন কর্মী কখনই দক্ষ কর্মী হতে পারে না মন্তব্য করে উপাচার্য বলেন, “সন্তানসম্ভাবা স্ত্রী বা সদ্যজাত সন্তানকে রেখে কোন কর্মীই উদ্বেগবিহীন সময় কাটাতে পারে না। এ অবস্থায় তার অর্ধেক দক্ষতা ব্যবহার করার চেয়ে তাকে যদি পিতৃত্বকালীন ছুটি দেওয়া যায়, তাহলে তিনি তার স্ত্রী ও সন্তানের খেয়াল রাখতে পারবেন এবং তার মানসিক শক্তিও আসবে। এতে তিনি ফিরে এসে পুরোদমে কাজে মনোনিবেশ করতে পারবেন। এতে প্রতিষ্ঠানেরও পারফরমেন্স বাড়বে।”
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)