“আদালত প্রাঙ্গণে মিছিল থেকে নাহিদ হোসেন নামে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের এক আত্মীয়কে আটক করা হয়েছে,” বলেন কোতোয়ালি থানার ওসি।
Published : 15 Oct 2024, 07:39 PM
সাবেক পর্যটনমন্ত্রী ফারুক খানের রিমান্ড আদেশের পর ঢাকার মুখ্য মহানগর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামীপন্থি আইনজীবীরা; মিছিল থেকে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল ৩টার পর আদালত চত্বরে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী এক আইনজীবী বলেন, অতিরিক্ত মহানগর হাকিম মো. ছানাউল্ল্যাহর আদালতে শুনানি শেষে সাবেক মন্ত্রী ফারুক খানকে হাজতখানায় নেওয়ার সময় আওয়ামীপন্থি আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা আদালতের নিচে জড়ো হয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’…এমন স্লোগান দেন।
ঢাকার কোতোয়ালি থানার ওসি এনামুল হক খান বলেন, “আদালত প্রাঙ্গণের মিছিল থেকে নাহিদ হোসেন নামে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের এক আত্মীয়কে আটক করা হয়েছে। তবে অন্য বিক্ষোভকারীরা পালিয়ে গেছে। বিষয়টি নিয়ে আমরা খতিয়ে দেখছি।”
জানতে চাইলে ডিএমপির উপকমিশনার (প্রসিকিউশিন বিভাগ) তারেক জোবায়ের বলেন, “আমি মাত্রই দায়িত্ব নিয়েছি। তবে আমাদের নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না। আমরা আদালতের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক রয়েছি।”
বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় এদিন ফারুক খানের ১০ দিনের রিমান্ড আবেদন করেন পল্টন থানার এসআই নাজমুল হাছান। ওই আবেদনের বিরোধিতা করে জামিন চেয়ে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন হীরন।
অন্যদিকে জামিন আবেদনের বিরোধিতা করে সর্বোচ্চ রিমান্ড চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি ওমর ফারুক ফারুকী। শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
ফারুক খান ছাড়াও এদিন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকে রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার মামলায় তার রিমান্ড চাওয়া হয়।
শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মাহবুবুল হক তাকে দুই দিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।