শাজাহান খান হেসে বলেন, “আমাদের কথা আর কত শুনবে। তোমরা কিছু বলো।"
Published : 16 Apr 2025, 12:54 PM
ক্ষমতার পট পরিবর্তনের প্রেক্ষাপটে গেল সাতমাস ধরে কারাগারে বন্দি থাকা সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান জানিয়েছেন, তিনি ‘ভালো আছেন’।
রোজার ঈদটিও ‘ভালোভাবে কাটিয়েছেন’ বলেও ভাষ্য তার।
নিজের বর্তমান অবস্থার কথা সাবেক এই মন্ত্রী জানিয়েছেন বুধবার ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়ায় সময়।
এ সময় তিনি বলেন, “ভালো আছি।"
ঈদ কেমন কাটল জানতে চাইলে বলেন, “খুব ভালো কেটেছে। সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি। ইনশাআল্লাহ, ভালো আছি।"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক যাত্রাবাড়ী থানার ৩ মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানকে এদিন গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তাদের আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।
শুনানির সময় শাজাহান খান কাঠগড়ার সামনেই দাঁড়িয়ে ছিলেন। তাকে মনোযোগ দিয়ে শুনানি শুনতে দেখা গেছে। একটা সময়ে তাকে হাসতেও দেখা গেছে। কাঠগড়ায় অনেক আসামির সঙ্গে কথাবার্তাও বলেছেন আওয়ামী লীগের এই নেতা।
বিচারক মিনহাজুর রহমান তাকে তিন মামলায় শাজাহান খানের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করলে তাকে ফের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। হাতে হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট পরা অব্স্থায় সাবেক এই মন্ত্রীকে ওই সময়ও হাসিখুশি মেজাজে দেখা গেছে।
ওই সময় কারাগারে বাংলা নবনববর্ষ কেমন কেটেছে সাংবাদিকরা জানতে চাইলে শাজাহান খান হেসে বলেন, 'আমাদের কথা আর কত শুনবে। তোমরা কিছু বলো। নববর্ষ যে হইছে এটাই তো…।"
৫ অগাস্টে সরকার পতনের পর সেপ্টেম্বরের ৫ তারিখ রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডেও নেওয়া হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।
তিনি ১৯৮৬ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
একই আসন থেকে পরে শাজাহান খান আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।