আগামী ৬ জানুয়ারি তাকে সশরীরে হাই কোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
Published : 18 Dec 2024, 05:07 PM
আদালত ঘেরাওয়ের হুমকি ও বিচারিক হাকিমকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে নওগাঁর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু জাইদ মো. রফিকুল ইসলামকে তলব করেছে হাই কোর্ট।
বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুলসহ এ আদেশ দেয়।
আগামী ৬ জানুয়ারি এই পাবলিক প্রসিকিউটরকে সশরীরে হাই কোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, জ্যেষ্ঠ বিচারিক হাকিম রকিবুল ইসলাম গত ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে তাকে, তথা বিচার বিভাগ নিয়ে পাবলিক প্রসিকিউটর আবু জাইদের ‘অবমাননাকর বক্তব্যের’ বিষয়টি তুলে ধরে একটি আবেদন পাঠিয়েছেন। এতে প্রতিস্বাক্ষর করেছেন আরো ৭ জন হাকিম।
তিনি বলেন, আবেদনটি প্রধান বিচারপতির নজরে আনার পর তিনি সেটি সংশ্লিষ্ট বেঞ্চে পাঠানোর নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে হাই কোর্ট বিভাগের ওই বেঞ্চ নওগাঁর এই পাবলিক প্রসিকিউটরকে ৬ জানুয়ারি তলব করেছে।