একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই বিচারকদের বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পেয়েছে দুদক।
Published : 09 Dec 2024, 08:14 PM
সারাদেশের অধস্তন আদালতের অর্ধশতাধিক বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার ‘অবিশ্বাস্য’ সম্পদ ও দুর্নীতির অভিযোগ এনে তদন্ত চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিমুল এহসান জনস্বার্থে এ রিট আবেদনটি করেন।
রিটে আইন সচিব, দুদক চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
গত ১৪ অক্টোবর একটি জাতীয় দৈনিকে 'অবিশ্বাস্য সম্পদ অর্ধশত বিচারক-কর্মকর্তার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন সংযুক্ত করে রিট আবেদনটি করা হয়েছে।
প্রতিবেদনের একাংশে বলা হয়, বিচার বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদের তথ্যপ্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের অনেকেই অবৈধ উপায়ে ‘শত শত কোটি টাকার’ মালিক হয়েছেন। কেউ কেউ আবার ‘হাজার কোটি টাকার’ মালিক।
অনেকের ‘আলিশান ফ্ল্যাট’ রয়েছে দেশে ও বিদেশে। কানাডার বেগমপাড়ায় বাড়ি কিনেছেন বেশ কয়েকজন। ‘শত শত বিঘা’ জামির মালিকানা অর্জন করেছেন কয়েকজন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোয়েন্দা শাখার গোপন অনুসন্ধানে বিচার বিভাগের ৫১ জনের ‘দুর্নীতির’ প্রমাণ পাওয়ার কথা লেখা হয় সেই প্রতিবেদনে।
আইনজীবী মো. আমিমুল এহসান সাংবাদিকদের বলেন, “বিচারকদের বিরুদ্ধে অবিশ্বাস্য সম্পদ অর্জনের বিষয়ে গত ১৪ অক্টোবর সমকালে সংবাদ প্রকাশিত হয়েছে। এরপরও দুদক কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে আমরা একটি রিট ফাইল করেছি। বিচারকদের সম্পদ অর্জনের তদন্ত হওয়া উচিত।”
মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী।