আজিজুল ইসলাম নামে এই জেলা কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ সচিব।
Published : 19 Jun 2024, 09:46 PM
মন্ত্রীর বাসার লিফটে ঊর্ধ্বতন কর্মকর্তাকে মারধরের অভিযোগে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মো. আজিজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর এ তথ্য জানান।
রাজধানীর পরীবাগে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর বাসার লিফটে গত বৃহস্পতিবার প্রাণিসম্পদ অধিদপ্তরের এ কর্মকর্তার বিরুদ্ধে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মলয় কুমার শূরকে মারধর করার অভিযোগ ওঠে।
ওইদিন পরীবাগে মন্ত্রী আবদুর রহমানের বাসা থেকে নেমে আসার পর লিফটের মধ্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (লিভ, ডেপুটেশন অ্যান্ড ট্রেনিং রিজার্ভ) আজিজুলের বিরুদ্ধে মারধরের এ অভিযোগ এনে মলয় কুমার মামলাও করেছেন।
অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্তের বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি হয়েছে জানিয়ে সচিব সাঈদ মাহমুদ বলেন, “মলয় কুমার শূরকে মারধরের ঘটনায় আজিজুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।”
প্রাণিসম্পদের কর্মকর্তাকে আরেক কর্মকর্তার 'মারধর', পদায়ন বাতিল
এর আগে মারধরের ঘটনার খবর সামনে আসার পর আজিজুলের পদায়নের এক আদেশ বাতিল করা হয়েছিল।
মারধরে ঘটনারে বিষয়ে মলয় কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির দায়িত্বে ছিলেন তিনি। তদন্ত প্রতিবেদনে মনমত না হওয়ায় ক্ষুব্ধ ছিলেন আজিজুল। পরে তার বিভাগীয় সাজাও হয়।
তার অভিযোগ, এরই মধ্যে আজিজুলের পদোন্নতি হওয়ার বিষয়টি নিয়মমাফিক না হওয়ায় মন্ত্রীর কাছে ব্যাখ্যা করে জানানো হয়। এ কারণেই আজিজুল পরিকল্পিতভবে এই হামলা চালিয়েছে।