“অতীতের কিছু উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তার কারণে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আপনাদের কারও বিরুদ্ধে যেন কোনো অভিযোগ আমার কাছে না আসে”, বলেন তিনি
Published : 28 Nov 2024, 08:39 PM
থানাকে পুলিশি সেবার ‘মূল কেন্দ্র’ মন্তব্য করে ওসিদের বিরুদ্ধে অভিযোগ পেলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বৃহস্পতিবার ডিএমপি সদরদপ্তরে ডিএমপির ৫০টি থানার ওসিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
গণআন্দোলনে সরকার বদলের প্রেক্ষাপটে ডিএমপি কমিশনারের দায়িত্ব পাওয়া মো. মাইনুল হাসানকে তিন মাসের মধ্যেই সরিয়ে দিয়ে গত বিশে নভেম্বর অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তা সাজ্জাত আলীকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। পরের দিন দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় ঢাকার সব থানার ওসিদের ডাকেন তিনি।
থানা থেকে জনগণকে ‘যথাযথ’ সেবা দিয়ে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বলের নির্দেশনা দিয়ে ঢাকা মহানগরের পুলিশ প্রধান বলেন, “থানায় আসা সেবা প্রার্থীরা যেন তাদের প্রত্যাশিত সেবা পায়, সেজন্য ওসিকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সুন্দর ব্যবহারের মাধ্যমে সেবা দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে।”
কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান না জানিয়ে তিনি বলেন, “কিন্তু কোনো অভিযোগ আসলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”
ডিএমপি কমিশনার বলেন, “অতীতের কিছু উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তার কারণে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আপনাদের কারও বিরুদ্ধে যেন কোন অভিযোগ আমার কাছে না আসে, সেভাবে দায়িত্ব পালন করতে হবে।”
জনগণের সঙ্গে সম্পর্ক বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, “মানুষের সাথে যত বেশি সম্পর্ক তৈরি করবেন তত বেশি তথ্য পাবেন। তথ্য বেশি পেলে অপরাধ ঘটার পূর্বে ব্যবস্থা নিতে পারবেন।”
এছাড়া যথাযথ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা নিষ্পত্তি করার নির্দেশও দেওয়া হয় মত বিনিময়ে।
এ সময় ডিএমপি কমিশনার ওসিদের কাছ থেকে পুলিশি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সমস্যা ও চ্যালেঞ্জের কথাগুলো শুনে নিয়ে পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাসও দেন।
সভায় অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস্, ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, সংশ্লিষ্ট যুগ্ম কমিশনার, উপ কমিশনাররা উপস্থিত ছিলেন।