ডিএমপি গণবিজ্ঞপ্তিতে বলেছে, ২৫ মার্চ থেকে ঈদের আগের রাত পর্যন্ত বেশ কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
Published : 23 Mar 2025, 02:45 PM
এবারের রোজার ঈদে ঢাকা ও আশেপাশের এলাকায় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।
সেই ব্যবস্থার আওতায় ঢাকা-আশুলিয়া ও ঢাকা-ময়মনসিংহসহ আরো কিছু সড়কে গাড়ি চলাচলে কিছু বিধি নিষেধ দিয়েছে ডিএমপি।
রোববার এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে পুলিশ বলছে, ঈদের সময় সাধারণত প্রায় ১ কোটির বেশি মানুষ ঢাকা মহানগর ছেড়ে যান এবং প্রায় ৩০ লাখের বেশি মানুষ বাইরে থেকে ঢাকায় আসেন।
ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্নে করার জন্য ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকাণ্ড চলমান আছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ঈদ উপলক্ষে সড়ক, মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার বিষয়ে গত ৯ মার্চ সড়ক উপদেষ্টার সভাপতিত্বে একটি সভা বসে। সেখানে সিদ্ধান্ত হয়, আগামী ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। আব্দুল্লাহপুর থেকে ধউর- আশুলিয়া সড়ক একমুখীকরণ করা হবে এবং বিআরটি লেন দিয়ে শুধু আউটগোয়িং যান চলাচল করবে।
ওই সভার সিদ্ধান্ত ধরে ডিএমপি গণবিজ্ঞপ্তিতে বলেছে, ২৫ মার্চ হতে ঈদের আগের রাত পর্যন্ত বেশ কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
১. ঢাকা-আশুলিয়া মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়কটিতে শুধুমাত্র ঢাকা মহানগর হতে বের হওয়ার জন্য (একমুখী) সব ধরণের যানবাহন চলাচল করবে। ওই রাস্তার আশুলিয়া-ধউর-কামারপাড়া-আব্দুল্লাহপুর হয়ে ঢাকা প্রবেশ করবে এমন যানবাহনগুলো আশুলিয়া-ধউর-পঞ্চবটি হয়ে মিরপুর বেড়িবাঁধ সড়ক দিয়ে গাবতলী বা অন্য এলাকায় প্রবেশ করবে।
২. ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের এয়ারপোর্ট টু গাজীপুর আসা ও যাওয়ার লেন দুটিতে শুধুমাত্র ঢাকা থেকে বের হওয়ার জন্য (একমুখী ডাইভারসন) সব ধরণের যানবাহন ঢাকা থেকে জয়দেবপুর চৌরাস্তার দিকে চলাচল করবে। বিআরটি'র ঢাকায় প্রবেশের লেনটি দিয়ে কোনো যানবাহন ঢাকার দিকে (ইনকামিং) আসতে পারবে না। মহাসড়কের অন্যান্য লেনের গাড়ি আগের মত স্বাভাবিকভাবে চলাচল করবে। বিআরটিয়ের ঢাকা অভিমুখী যানবাহন অন্যান্য যানবাহনের সাথে রাস্তা-লেন ব্যবহার করবে।
জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য যানবাহনকে যেসব রাস্তা এড়িয়ে চলতে হবে
১. ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (এয়ারপোর্ট টু আব্দুল্লাপুর)।
২. ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (যাত্রাবাড়ী টু সাইনবোর্ড)।
৩. পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)।
৪. ঢাকা-আরিচা মহাসড়ক (মিরপুর রোড: শ্যামলী টু গাবতলী)।
৫. ঢাকা-কেরানীগঞ্জ সড়ক (ফুলবাড়িয়া টু তাতিবাজার টু বাবুবাজারব্রিজ)।
৬. ঢাকা-মাওয়া মহাসড়ক (যাত্রাবাড়ী টু বুড়িগঙ্গাব্রিজ)।
৭. মোহাম্মদপুর বসিলা ক্রসিং হতে বসিলা ব্রিজ সড়ক।
৮. আব্দুল্লাপুর টু ধউর ব্রিজ সড়ক