১ ছেলে পলাতক রয়েছেন।
Published : 13 Apr 2023, 06:48 PM
আম চুরি ঠেকাতে গাছে দেওয়া বৈদ্যুতিক সংযোগের তারে জড়িয়ে সহোদর দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এক পরিবারের ছয়জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
ঢাকার ডেমরার বামৈল পশ্চিমপাড়া ব্যাংক কলোনি এলাকায় বুধবার দুপুরের ওই ঘটনার পর ওইদিন রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশের ওয়ারী বিভাগের উপ কমিশনার জিয়াউল আহসান।
গ্রেপ্তাররা হলেন-ওই এলাকার মৃত ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৫৬), তাদের তিন মেয়ে নিপা আক্তার (৪০), ডুরা বিনতে ইসমাইল (৩৩), সারা বিনতে ইসমাইল (৩০), ছেলে সেন্টু (৪৫) ও নিপা আক্তারের স্বামী শাহ আলম (৪৮)।
পুলিশ জানিয়েছে, জাহানারাদের বাড়ির পেছনে থাকা একটি আম গাছে ফল চুরি রোধে গাছে জিআই তার লাগিয়ে সেখানে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছিল।
বুধবার দুপুরে খেলার সময় রায়হান (২) ও আরিয়ান (৮) নামের দুই ভাই সেখানে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।
এ ঘটনার পর বিকালে এলাকার বিক্ষুব্ধ জনতা ওই বাড়িতে ইট ছুড়েছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় নিহতদের বাবা ফারুক মিয়া সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
ডেমরা থানার এসআই সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা ওই বাসা থেকে সন্ধ্যার দিকে গৃহকর্ত্রীসহ তার তিন মেয়ে এবং এক মেয়ে জামাইকে থানায় নিয়ে আসেন। সেসময় গৃহকর্ত্রীর দুই ছেলে পালিয়ে যায়।
ডেমরা থানার ওসি সফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যা মামলা হওয়ার পর জাহানারা বেগমের এক ছেলে সেন্টুকে রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ব্যাংক কলোনির মফিজের বাসার ভাড়াটিয়া ফারুক মিয়া এবং তার স্ত্রী এনি বেগম স্থানীয় একটি কারখানায় কাজ করেন।
শিশু দুটির মা এনি বেগম জানান, তার তিন ছেলে, এক মেয়ের মধ্যে রায়হান ও আরিয়ান সবার ছোট। কারখানায় কাজে আসার সময়ে তিনি তাদের সঙ্গে নিয়ে আসেন। তারা দুই ভাই কারখানার পাশে খেলাধুলা করছিল। হঠাৎ আশপাশের মানুষের চিৎকার শুনে বের হয়ে গিয়ে দেখেন তারই দুই সন্তান বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।