পাশেই একটি ছাতা কারখানায় কাজ করছিলেন তাদের মা। তিনি জানতেন, তার বাচ্চারা খেলছে।
Published : 12 Apr 2023, 04:44 PM
আম গাছে ছিল বৈদ্যুতিক তার, খেলতে খেলতে সেই তারের স্পর্শে এসে প্রাণ গেছে সহোদর দুই ভাইয়ের।
বুধবার দুপুরে রাজধানীর ডেমরায় বামৈল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
রায়হান (২) ও আরিয়ান (৮) নামের শিশু দুটি ওই এলাকার ভ্যান চালক মারফত মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহে। আরিয়ান স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়ত।
শিশু দুটিকে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় ইয়াসির আরাফাতসহ কয়েকজন। জরুরি বিভাগের চিকিৎসকেরা পরীক্ষার পর দুটি শিশুকেই মৃত ঘোষণা করলে জরুরি বিভাগে কান্নার রোল পড়ে যায়।
পেশায় রাজ মিস্ত্রী ইয়াসির আরাফাত জানান, বামৈল এলাকায় একটি ছাতা তৈরির কারখানার পাশে দুটি আম গাছ রয়েছে। ওই গাছ দুটিতে বৈদুতিক তার লাগিয়ে রাখা হয়েছিল। পাশেই তার বাসা।
ইয়াসির বলছেন, দুপুরে বাসায় খেতে এসে জানালা দিয়ে তিনি দেখেন, দুটি শিশুর একটি মাটিতে পড়ে আছে, আরেকটি তারের সাথে লেগে আছে। তখন তিনি সেখানে গিয়ে তাদের উদ্ধার করেন।
শিশুটির মা এনি বেগম ওই ছাতা কারখানায় কাজ করেন। তিনি বলছেন, তার তিন ছেলে এক মেয়ের মধ্যে রায়হান ও আরিয়ান সবার ছোট। কাজে আসার সময়ে তিনি তাদের সঙ্গে নিয়ে আসেন। তারা দুই ভাই কারখানার পাশে খেলাধুলা করছিল। হঠাৎ আশপাশের মানুষের চিৎকার শুনে বের হয়ে গিয়ে দেখেন তারই দুই সন্তান বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।