“শহীদ এবং আহতদের যেন আমরা কোন দল বা ব্যানার দিয়ে ভাগ করে না ফেলি। আমরা যেন তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করি,” বলেন উপদেষ্টা।
Published : 13 Oct 2024, 08:44 PM
জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত আরও ১২২ জনের হাতে অনুদানের চেক তুলে দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহতদের ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ পক্ষ থেকে তিনি অনুদানের চেক হস্তান্তর করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিন মোট ১২২ জনকে জনপ্রতি এক লাখ টাকা করে মোট এক কোটি ২২ লাখ ৬৪ হাজার ৪০০ টাকা দেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ৩০ জনের মধ্যে ২৩ জনকে জনপ্রতি ১ লাখ টাকার চেক দেওয়া হয়। বাকি সাতজনের নাম সম্পূর্ণ না থাকায় তাদের বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করা হয়।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে চিকিৎসাধীন ৩৩ জনকে এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) ৫৯ জনের বিকাশের মাধ্যমে টাকা পৌঁছে দেওয়া হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, “শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আন্দোলনে আহত-নিহতদের আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। বিষয়টি চলমান রয়েছে। ঢাকা মেডিকেলে আসার আগে অনেকে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন, তাদের সেই খরচ আমরা দিয়ে দেব।”
আহতদের বিদেশে চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট ডাক্তারদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “যারা সরাসরি ফ্যাসিস্ট সরকারের সাথে সম্পৃক্ত ছিল, উসকানিদাতা ছিল এবং গণহত্যার সমর্থন করেছে, তাদের বিচারের আওতায় আনা হবে।
“এর বাইরে অন্যায়ভাবে কারো বিরুদ্ধে কোনো মামলা হলে সে বিষয়টি খতিয়ে দেখার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। যদি কোনো সাংবাদিক বা তার পরিবার মনে করে যে মামলার মাধ্যমে তারা ভোগান্তির শিকার হচ্ছে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের সহযোগিতা করব।”
আন্দোলনে আহত-নিহতদের মামলা প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে একটি লিগ্যাল টিম কাজ করছে। আমরা স্পেশাল ট্রাইব্যুনালে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করব।”
নাহিদ বলেন, “গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে তারা দেশের বীর সন্তান। আন্দোলনে বিভিন্ন দলের নেতাকর্মীরা জীবন দিয়েছে, তাদের সেই আত্মত্যাগকে আমরা স্বীকৃতি দিই।
“আমরা অনুরোধ করব, শহীদ এবং আহতদের যেন আমরা কোন দল বা ব্যানার দিয়ে ভাগ করে না ফেলি। আমরা যেন তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করি।”
আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে– এ বিষয়ে এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “দ্রুতই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে। যাতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোথাও কোনো ব্যবস্থা না নেওয়া হয়।”
আন্দোলনকারীদের হত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যরা যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
পরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এযাবৎ ফাউন্ডেশন থেকে আহতদের দেওয়া অনুদানের হিসাব সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
ফাউন্ডেশন থেকে ১৭৬ জন আহতকে মোট এক কোটি ৭১ লাখ ৪২ হাজার ৫০ টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পুরোনো খবরঃ