“চলতি বছর বিশ্বে রেকর্ড ৫৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন।”
Published : 12 Dec 2024, 08:06 PM
সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশকে রেখেছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।
এ তালিকার শীর্ষ নয় দেশের মধ্যে বাংলাদেশকে তৃতীয় স্থানে রাখা হয়েছে।
সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক এই সংগঠনটি বলেছে, চলতি বছর পেশাগত দায়িত্ব পালনের সময় বাংলাদেশে পাঁচজন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন।
তালিকার শীর্ষে রয়েছে ফিলিস্তিন। সংঘাতপূর্ণ এলাকা গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ১৬ জন সাংবাদিক। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান, যেখানে নিহত হয়েছেন ৭ জন।
বৃহস্পতিবার ‘২০২৪ রাউন্ড-আপ’ শিরোনামে রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) প্রকাশ করা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
আরএসএফ বলছে, পেশাগত দায়িত্ব পালনের সময় চলতি বছর বিশ্বে রেকর্ড ৫৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। তাদের মধ্যে দুজন নারী রয়েছে। এর মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে সংঘাত বা সহিংসতা চলছে এমন এলাকায়। এর মধ্যে ইরাক, সুদান, মিয়ানমার, ইউক্রেন ও গাজাও রয়েছে। এরকম এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন (৫৭ দশমিক ৪০ শতাংশ)।
আরএসএফের তালিকায় চতুর্থ থেকে নবম স্থানে রয়েছে যথাক্রমে মেক্সিকো (৫), সুদান (৪), মিয়ানমার (৩), কলম্বিয়া (২), ইউক্রেইন (২) ও লেবানন (২)।
২০২৪ রাউন্ড-আপ প্রতিবেদনে বলা হয়েছে, “ফিলিস্তিনের গাজা এখন সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক এলাকা। গত পাঁচ বছরে এ অঞ্চলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিককে প্রাণ হারাতে হয়েছে।
“২০২৩ সালের অক্টোবর থেকে সেখানে অন্তত ১৪৫ জন সাংবাদিক ইসরায়েলি বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছে। এদের মধ্যে ৩৫ জনকে পেশাগত কারণে হত্যার লক্ষ্যবস্তু করা হয়েছে।”
এশিয়ার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদমাধ্যমকর্মী হত্যার দিক থেকে চলতি বছর এই অঞ্চল দ্বিতীয় স্থানে রয়েছে। এর মধ্যে দক্ষিণ এশিয়ার পাকিস্তানে সাতজন এবং বাংলাদেশে পাঁচজন নিহত হওয়ার ঘটনা এ ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলেছে।
আরএসএফ বলছে, বর্তমানে বিভিন্ন দেশে ৫৫০ জন সাংবাদিক কারাবন্দি রয়েছেন, যা আগের বছরের চেয়ে ৭ দশমিক ২ শতাংশ বেশি। রাশিয়ায় নতুন করে আটজন ও ইসরায়েলে ১৭ জনকে বন্দি করার ঘটনা এ সংখ্যা বাড়ার ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে এসে বিভিন্ন দেশে নিখোঁজ সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জন। এদের মধ্যে ২৫ শতাংশের বেশি (২৮ জন) নিখোঁজ হন গত এক দশকে। সবচেয়ে বেশি সাংবাদিক নিখোঁজ রয়েছে মেক্সিকোতে।
প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ হওয়া সাংবাদিকদের মধ্যে ৪৫ শতাংশই গুমের শিকার হয়েছেন। এ ধরনের ঘটনায় শাসক গোষ্ঠী কিংবা সরকারের হাত রয়েছে।
আরএসএফ ডিরেক্টর জেনারেল তিবু ব্রোটিন বলেন, “ এই সাংবাদিকরা মারা যাননি, তাদের হত্যা করা হয়েছে। যারা বন্দি আছেন, তাদের ক্ষমতাসীনরা আটকে রেখেছে। এই সাংবাদিকরা নিখোঁজ হননি, তাদের অপহরণ করা হয়েছে। সরকার ও দায়মুক্তি পাওয়া সশস্ত্র বাহিনীর হাতে বেশিভাগ অপরাধ ঘটেছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এসব ঘটনার বিচার হয় না।”