পলিথিনের পর একবার ব্যবহার্য প্লাস্টিকও বন্ধ করা হবে; এ জন্য জনগণ ও ব্যবসায়ীসহ সকলকে একসঙ্গে কাজ করতে হবে,” বলেন তিনি।
Published : 01 Oct 2024, 09:43 PM
পরিবেশ সুরক্ষায় কেনাকাটায় পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহারে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেছেন, “পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি। ১ অক্টোবর থেকে সুপারশপগুলোতে পলিথিন শপিং ব্যাগের বিকল্প ব্যবহারের সরকারি সিদ্ধান্ত মেনে চলার জন্য ক্রেতা, বিক্রেতা, জনগণের প্রতি আহ্বান জানাই।”
পরিবেশ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার বিকালে ঢাকার জিগাতলায় আগোরা ও ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজার সুপারশপে পলিথিন ব্যাগের বিকল্প ব্যবহার কার্যক্রম উদ্বোধনকালে উপদেষ্টা একথা বলেন।
গত ৯ সেপ্টেম্বর রিজওয়ানা হাসান সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঘোষণা দেন, ১ অক্টোবর থেকে সুপারশপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদের দেওয়া যাবে না। বিকল্প হিসেবে সব সুপারশপে বা শপের সামনে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের জন্য রাখা হবে।
সেইসঙ্গে ১ নভেম্বর থেকে ঢাকার ১০টি কাঁচাবাজারে পলিথিন বন্ধে কার্যক্রম শুরু হবে। এদিন থেকে দেশব্যাপী পলিথিন উৎপাদনের বিরুদ্ধেও অভিযান পরিচালিত হবে।
সেই ঘোষণার বাস্তবায়নে মঙ্গলবার শুরু হওয়া অভিযানে অংশ নিয়ে রিজওয়ানা হাসান বলেন, “এই অভিযান শুধু পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে। ১ অক্টোবর থেকে কেউ বাজার করতে পলিথিন শপিং ব্যাগ আনতে পারবে না বা বাজার থেকেও নিতে পারবে না। পরবর্তীতে একবার ব্যবহার্য প্লাস্টিকও বন্ধ করা হবে। এ জন্য জনগণ, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি বলেন, “সুপারশপগুলো খুশি মনে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে এবং নিজেরাই বিকল্পের পরামর্শ দিচ্ছে। পাট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। নভেম্বর থেকে পলিথিন উৎপাদনের বিরুদ্ধে অভিযান শুরু হবে।”
পরিবেশ সুরক্ষায় এই নির্দেশনা বাস্তবায়নে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিরও আহ্বান জানান তিনি।
পলিথিনের বিরুদ্ধে সুপারশপগুলোতে অভিযানে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আবদুল হামিদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
পলিথিন-টিস্যু ব্যাগ এবার বন্ধ হবে? বিকল্প যোগান কতটা
পলিথিনে না দিলে 'কিসে দিমু'! অবাক বিক্রেতা
নিষিদ্ধ পলিথিন আজই বর্জন করতে হবে: পরিবেশ উপদেষ্টা