পরিবেশ রক্ষায় তাদেরও ভূমিকা আছে
বাজারে পলিথিন নিষিদ্ধ হলেও তার ব্যবহার কমছে না। এখনো নদী-নালা, জলাশয় থেকে শুরু করে যেকোনো আর্বজনায় পাওয়া যায় পলিথিন। পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ এসব পলিথিন প্রক্রিয়াজাত করে পুনর্ব্যবহারের উপযোগী করে তুলছে কিছু খেটে খাওয়া মানুষ, এটিই হয়ে উঠেছে তাদের জীবিকা।