৩০ জানুয়ারি মাউশির মহাপরিচালক পদে পদায়ন পাওয়া অধ্যাপক মো. এহতেসাম উল হককে ১৯ দিনের মাথায় প্রত্যাহার করে দায়িত্বহীন বা ওএসডি করা হয়েছে।
Published : 19 Feb 2025, 09:09 PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসাবে দায়িত্ব পেয়েছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক মুহাম্মদ আজাদ খান।
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের এ অধ্যাপককে মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে দায়িত্ব দিয়ে বুধবার আদেশ জাবি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
গত ৩০ জানুয়ারি মাউশির ডিজির দায়িত্বে আসা অধ্যাপক মো. এহতেসাম উল হককে ১৯ দিনের মাথায় প্রত্যাহার করে ওএসডি করা হয়েছে।
তাকে প্রত্যাহারের দাবিতে বুধবার শিক্ষা ভবন ঘেরাও করে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন বিএনপিপন্থি সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতাকর্মীরা।
তারা জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক জুলফিকার হায়দারকেও প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন।
গত ৩০ জানুয়ারি তারিখে জারি করা প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে পটুয়াখালী সরকারি কলেজের অধ্যাপক ড. এহতেশাম উল হক এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক পদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ ড. জুলফিকার হায়দারকে দায়িত্ব দেয় শিক্ষা মন্ত্রণালয়।
৩০ জানুয়ারি তাদের দায়িত্ব দিয়ে জারি করা প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল ২ ফেব্রুয়ারি।