সহিংসতা: ঢাকায় ৯ দিনে মামলা ১০২, গ্রেপ্তার ১৫৫৪

সবচেয়ে বেশি গ্রেপ্তার ২৮ অক্টোবর ৬৯৬ জন; মতিঝিলে হয়েছে সবচেয়ে বেশি ৩৩টি মামলা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2023, 02:37 PM
Updated : 6 Nov 2023, 02:37 PM

বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় নয় দিনে ঢাকায় মোট ১০২টি মামলা হয়েছে এবং বিভিন্ন অভিযোগে ১ হাজার ৫৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর এলাকায় গত ২৮ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বিভিন্ন থানায় এসব মামলা হয়েছে বলে সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। সংঘর্ষ ছড়িয়ে পড়ে কাকরাইল ও বিজয়নগরসহ আশপাশের এলাকায়। মহাসমাবেশ পণ্ড হলে বিএনপি পরদিন হরতাল ডাকে এবং এক দিন বিরতি দিয়ে তিন দিনের টানা অবরোধ ডাকে। এ কয়দিনে বাস পোড়ানোসহ নানান সহিংসতার ঘটনা ঘটে।

এই পুলিশ কর্মকর্তা জানান, এর মধ্যে রমনা বিভাগে মামলা হয়েছে ১১টি, মতিঝিলে ৩৩টি, ওয়ারীতে ১৫টি, তেজগাঁওয়ে ৫টি, মিরপুরে ১৮টি, গুলশানে ১১টি, লালবাগে ৫টি ও উত্তরা বিভাগে ৪টি।

এসব মামলায় গত ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৪১ জন, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন এবং ৫ নভেম্বর ৫২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।