এহসানুল হক সমাজী এর আগেও ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Published : 28 Aug 2024, 11:28 AM
আওয়ামী লীগ সরকারের সময়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে নিয়োগ পাওয়া প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবুর নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
তার জায়গায় দায়িত্ব পেয়েছেন হিসাবে এহসানুল হক সমাজী, যিনি আগের তত্ত্বাবধায়ক সরকার আমলের ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত এ আদালতের পিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনু-বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ রববদলের কথা জানানো হয়।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তনের হাওয়ায় দেশের প্রধান বিচারপতি, আপিল বিভাগ এবং অ্যাটর্নি জেনারেল বদলে যায়। ঢাকা মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ, ঢাকার মুখ্য মহানগর হাকিম, মুখ্য বিচারিক হাকিম আদালদে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অনুপস্থিত থাকায় বিচারে সংকট তৈরি হয়।
২০০৯ সালের ২৮ জানুয়ারি থেকে টানা ১৫ বছর ৭ মাস মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটরের গুরুত্বপূর্ণ পদে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আবু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন, আর এহসানুল হক সমাজী একই অনুষদের অষ্টম ব্যাচের শিক্ষার্থী।
সমাজী ১৯৮৬ সালে বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকার্ভুক্ত হন। তিনি ফৌজদারি বিষয়ে একজন বিশেষজ্ঞ ও দক্ষ আইনজীবী হিসেবে পরিচিত। বহু আলোচিত হত্যা ও দুর্নীতি মামলায় অভিযুক্তদের পক্ষে তিনি মামলা লড়েছেন।
বাংলাদেশে প্রচলিত ফৌজদারি কার্যবিধির প্রয়োজনীয় সংশোধনীর উদ্দেশ্যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) পরিচালিত জাতীয় পরামর্শক সংস্থার আইন পরামর্শক হিসেবেও কাজ করেছেন এহসানুল হক সমাজী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি জানতে পেরেছি, ঢাকার নিম্ন আদালতসমূহে ক্রমান্বয়ে রাষ্ট্রপক্ষের নতুন আইনজীবী নিয়োগ দেবে অন্তর্বর্তী সরকার।”