এসব ব্যান্ডরোল ব্যবহারে প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি হত, বলছে চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
Published : 31 Oct 2024, 11:43 PM
ছাগলের খামারে মাটি খনন করে ফয়েল পেপারে মোড়ানো অবস্থায় ৩৬ লাখ ২৪ হাজার ব্যবহৃত সিগারেট স্ট্যাম্প এবং ২ লাখ ৫০ হাজার পিস সিগারেট নকল ব্যান্ডরোল জব্দ করেছে চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
এসব ব্যান্ডরোল ব্যবহারে প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি হত উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি দিয়েছেন সংস্থাটির কমিশনার মুহম্মদ জাকির হোসেন।
এতে বলা হয়, বৃহস্পতিবার ৩টায় কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার ফার্ম চেয়ারম্যান পাড়া এলাকার বিজয় ইন্টারন্যাশনাল টোবাকো লিমিটেডের মালিকানাধীন গুদাম ও ছাগলের খামারে অভিযান পরিচালনা করা হয়।
“উক্ত অভিযানে ছাগলের খামারে মাটি খনন করে ফয়েল পেপারে মোড়ানো অবস্থায় ব্যবহৃত সিগারেট স্ট্যাম্প এবং ব্যবহৃত সিগারেট ব্যান্ডরোল পাওয়া যায়।”
অভিযান পরিচালনাকারী দল কোম্পানিটির ভ্যাট ম্যানেজার মো. কামরুজ্জামান স্বপনের উপস্থিতিতে ব্যবহৃত সিগারেট স্ট্যাম্প ও নকল ব্যান্ডরোল জব্দ করে।
চোরাচালান প্রতিরোধের জন্য নিবারণী কার্যক্রম পরিচালনার মাধ্যমে অবৈধ বা জাল পণ্য ও সিগারেট বাজারে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।