স্বজনদের অভিযোগ, ডিবির মারধরে মিলন বেপারীর মৃত্যু হয়েছে।
Published : 27 Jan 2025, 06:34 PM
শরীয়তপুরের জাজিরায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বেসরকারি সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
শনিবার ডিবির অভিযানে কালু বেপারীকান্দি এলাকায় মারা যান মিলন বেপারী (৫৫) নামে এক ব্যক্তি। স্বজনদের অভিযোগ, ডিবির মারধরে তার মৃত্যু হয়েছে। আর পুলিশের ভাষ্য, মিলন আগে থেকে অসুস্থ ছিলেন। অভিযানের সময় ভয়ে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু হয় তার।
এ ঘটনায় ‘তীব্র ক্ষোভ, উৎকণ্ঠা ও গভীর উদ্বেগ’ প্রকাশ করে সোমবার এমএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “শনিবার রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ্য অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি আটকের পর ঘর থেকে বের করে মারধর করলে মিলন বেপারীর মৃত্যু হয়। তবে পুলিশের দাবি আতঙ্কিত হয়ে মাটিতে পড়ে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।”
নিহতের স্ত্রী রেনু বেগম ও ছেলে আল-আমিনের অভিযোগের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবি পরিচয়ে রাতে বাড়িতে তল্লাশি করার পর মিলন বেপারীকে ঘর থেকে বের করে নিয়ে মারধর করায় তার মৃত্যু হয়েছে। সে সময় তার মুখ দিয়ে রক্ত পড়তে দেখা গেছে। তারা এ হত্যার বিচার দাবি করেছে।