নাবিল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
Published : 08 Nov 2024, 04:42 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত এক শিক্ষার্থীকে চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিনা খরচে পৌঁছে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুরোধে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার বিমানের ঢাকা-ব্যাংককের একটি ফ্লাইটে (বিজি-৩৮৮) তাকে পাঠানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওই শিক্ষার্থীর নাম নাবিল আহম্মেদ। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। তার সঙ্গে একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ও স্ট্রেচারসহ ওই সৌজন্য টিকেট বিনামূল্যে দেয় বিমান বাংলাদেশ।
রাষ্ট্রীয় পতাকাবাহী কোম্পানিটি জানিয়েছে, অসুস্থতার কারণে ঢাকা ও ব্যাংকক বিমানবন্দরে ওই শিক্ষার্থীকে ‘স্পেশাল হ্যান্ডলিং’ দেওয়া হয়।
এর আগে গত ২০ অক্টোবর বৈষম্যবিরোধী আন্দোলনে আহত দুইজনের চোখের কর্ণিয়া ট্রান্সপ্লান্টেশনের জন্য নেপাল থেকে কর্ণিয়াল টিস্যু বিনামূল্যে দেশে পরিবহন করে বিমান বাংলাদেশ। পরে তা জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।