বাসটি খালি থাকায় কেউ হতাহত না হলেও দুই ঘণ্টা বন্ধ ছিল চলাচল।
Published : 22 Mar 2023, 10:31 PM
ঢাকার মালিবাগ লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়ার পর রেল চলাচল আবার শুরু হয়েছে।
বুধবার রাতে ট্রেন-বাসের এই সংঘর্ষে কেউ হতাহত না হলেও পথটি আটকে গিয়েছিল। রাজধানীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি ডিআইটি সড়কে গাড়ি চলাচল হয়েছিল বন্ধ।
রাত ১১টার পর ঢাকা রেলওয়ের থানার এসআই মুখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার খবর দেন।
তার দুই ঘণ্টা আগে সোয়া ৯টার দিকে ওই লেভেল ক্রসিংয়ে কমলাপুরমুখী পঞ্চগড়/দ্রুতযান এক্সপ্রেসের সঙ্গে সোহাগ পরিবহনের একটি স্ক্যানিয়া বাসের সংঘর্ষ হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইউসুফ আলী নামে একজন ব্যবসায়ী বলেন, যানজটের কারণে রেলের গেটম্যান বার ফেলতে পারেননি। সেখান দিয়ে সোহাগের লম্বা স্ক্যানিয়া বাসটি পার হচ্ছিল। ট্রেনটি ধীর গতিতেই ছিল। বাসটি শেষ পর্যন্ত লাইনের উপর দাঁড়িয়ে গেলে ধীরগতির ট্রেনটি বাসটিকে ধাক্কা দিয়ে কয়েক ফুট ছেঁচড়ে নিয়ে যায়। বাসটি দুই লাইনের মাঝে আটকা পড়ে।
ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মো. শহীদুল্লাহ বলেন, “ট্রেনের সঙ্গে সোহাগ পরিবহনের একটি খালি বাসের ধাক্কা লাগে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
ঢাকা রেলওয়ের থানার এসআই মুখলেসুর রহমান বলেন, কমলাপুর ছেড়ে যাওয়া ট্রেনটি দুর্ঘটনার পর সেখানে থেমে যায়। এসময় কমলাপুরমুখী দেওয়ানগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও সেখানে আটকা পড়ে।
পথ আটকে যাওয়ায় এই সময়ে কমলাপুর থেকে ট্রেন ছাড়া বন্ধ ছিল, কমলাপুরের দিকে ট্রেন যেতেও পারছিল না।
দেওয়ানগঞ্জ এক্সপ্রেসে লোকোমাস্টার জানান, রাত ৯টা ১৩ মিনিট থেকে তিনি এখানে আটকে ছিলেন।
রাত পৌনে ১১টার দিকে সোহাগ পরিবহন তাদের স্ক্যানিয়া এসি বাসটি সরিয়ে নেয়। এরপর রাত ১১টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস যাত্রী নিয়ে গন্তব্যের পথ ধরে। একটু পরে দেওয়ানগঞ্জ এক্সপ্রেসও কমলাপুরের দিকে রওনা হয়।