“নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তারা কিছু চলাচল ও ভ্রমণ বিধিনিষেধের মধ্যে রয়েছেন।”
Published : 14 Oct 2023, 01:19 AM
বাংলাদেশের নির্বাচন সামনে রেখে সহিংসতার আশঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের বিক্ষোভ ও জনসমাগমস্থল এড়াতে বলেছে।
বাংলাদেশে ভ্রমণকারীদের জন্য ওই হালনাগাদ সতর্কতা প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে।
সেখানে বলা হয়েছে, “২০২৪ সালের জানুয়ারির আগে পরবর্তী জাতীয় নির্বাচন হবে বলে আশা করা যাচ্ছে এবং রাজনৈতিক সভাসমাবেশ ও নির্বাচন-সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
“নির্বাচন কাছিয়ে আসার মধ্যে রাজনৈতিক সভাসমাবেশ ও বিক্ষোভের সংখ্যা ও উত্তাপ বাড়তে পারে। বাংলাদেশে ভ্রমণকারীদের সাবধানতা অবলম্বন করা উচিত এবং মনে রাখা উচিত- শান্তিপূর্ণ উদ্দেশ্যে করা বিক্ষোভ সংঘাত এবং সহিংসতায় রূপ নিতে পারে।”
ভ্রমণ সতর্কতায় এও বলা হয়েছে, “নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তারা কিছু চলাচল ও ভ্রমণ বিধিনিষেধের মধ্যে রয়েছেন।
“অবকাঠামোর অপ্রতুলতা এবং স্থানীয় সরকারের জরুরি সাড়াদান ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি সেবা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের সক্ষমতা কম থাকতে পারে।”
এই সতর্কতায় পার্বত্য চট্টগ্রামে ভ্রমণে যাওয়ার আগে নতুন করে ভেবে দেখতে বলা হয়েছে। ওই তিন জেলায় যদি যেতেই হয়, সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।