প্রায় তিন মাস বন্ধ থাকার পর মঙ্গলবার প্রধান বিচারপতির এজলাসে বিচারকাজ পুনরায় শুরু হচ্ছে।
Published : 10 Jun 2024, 06:57 PM
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাস কক্ষ সংস্কারের পর পুনরায় বিচারকাজ শুরুর আগে বসেছে বিশেষ অধিবেশন।
সোমবার বিকাল ৪টায় প্রধান বিচারপতির উপস্থিতিতে নবসজ্জিত এজলাসে এই বিশেষ অধিবেশন বসে।
প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি, আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা অধিবেশনে অংশ নিয়েছেন।
গত ২১ মার্চ আপিল বিভাগে বিচারকাজ চলার সময় এক বিচারকের আসনে ছাদ থেকে পানি পড়ায় বিচারকাজ ১৮ মিনিট বন্ধ থাকে।
পরে আবার বিচারকাজ শুরু হলেও সংস্কার কাজের জন্য আপিল বিভাগের ২ নম্বর এজলাসে প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারকাজ হয়ে আসছে।
প্রায় তিন মাস প্রধান বিচারপতির এই এজলাসে বিচারকাজ বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পুনরায় বিচারকাজ চলবে যথারীতি।
আপিল বিভাগের এজলাসে একদিন ছবি-ভিডিওর সুযোগ
বিশেষ অধিবেশনে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন বক্তব্য রাখেন।
পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তার দীর্ঘ বক্তব্যে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাসহ সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। এ সময় তিনি এই সর্বোচ্চ আদালতের গৌরবোজ্জ্বল ঐতিহ্য স্মরণ করিয়ে বিচারপতি ও আইনজীবীদের দায়িত্বের কথা তুলে ধরেন। তিনি সুপ্রিম কোর্টের প্রয়াত ও জীবিত সব প্রধান বিচারপতিকে স্মরণ করেন। স্মরণ করেন এ আদালতের খ্যাতিমান আইনজীবীদের।