এজলাসের ছাদে সংস্কার কাজ শেষ হওয়ায় আগামী সোমবার হবে বিশেষ অধিবেশন। সেখানে থাকছে এই সুযোগ
Published : 05 Jun 2024, 04:58 PM
আপিল বিভাগের এজলাসের ছাদ চুইয়ে পানি পড়ার পর বন্ধ হওয়া পুনরায় বিচারকাজ শুরু হচ্ছে। এই উপলক্ষে একদিন এজলাসের ভেতরে ছবি তোলা ও ভিডিও করার সুযোগ পাবেন গণমাধ্যমকর্মীরা। সেখান থেকে সরাসরি সম্প্রচারও করা যাবে।
কক্ষটির সংস্কার কাজ শেষে আগামী সোমবার এই কক্ষে বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে।
সেই অধিবেশনেরই তোলা বা ভিডিও ধারণ বা লাইভ সম্প্রচার করা যাবে।
স্বাভাবিক সময়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগসহ সব আদালত কক্ষের ছবি ওঠানো, ভিডিও করা দণ্ডনীয় অপরাধ।
বুধবার আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, “বিশেষ অধিবেশনে আপনারা (সাংবাদিকরা) প্রধান বিচারপতির এজলাস কক্ষে ক্যামেরাসহ প্রবেশ করবেন এবং খবর সংগ্রহ করবেন।”
বিচারপতির আসনে ছাদ থেকে পানি, আপিল বিভাগে ১৮ মিনিট বিচারকাজ বন্ধ
আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ চলবে
তবে শুধু ওই দিনের জন্যই ক্যামেরাসহ প্রবেশ করার অনুমতি দেওয়া হল বলে জানান তিনি।
গত ২১ মার্চ আপিল বিভাগে বিচারকাজ চলাকালে এক বিচারকের আসনে ছাদ থেকে পানি পড়ায় বিচারকাজ ১৮ মিনিট বন্ধ থাকে। পরে সংস্কার কাজের জন্য ২ নম্বর এজলাসে প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারকাজ হয়ে আসছে।
এরপর আপিল বিভাগে নতুন তিন বিচারক নিয়োগের পর ৩ নম্বর এজলাশেও বিচারকাজ চলছে।