“তিনি বাসার ভেতরে ছুটাছুটি করলে তার শরীরের আগুন বাসার বিভিন্ন আসবাব ও কাপড়ে লেগে যায়,” বলেন পল্লবী থানার ওসি।
Published : 25 Mar 2025, 09:48 PM
ঢাকার পল্লবীতে একটি বহুতল ভবনে রান্না করার সময় আগুন লেগে এক নারীর মৃত্যুর তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বর্ধিত পল্লবী এলাকায় একটি ১২ তলা ভবনের অষ্টম তলায় আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দুইটি ইউনিটের চেষ্টায় ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।”
ওই বাসা থেকে মাসুদা বেগম নামে সেই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেও জানিয়েছেন তিনি।
রূপনগর থানার ওসি মো. মোকাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডট্কমকে বলেন, “বর্ধিত পল্লবীর এফ ব্লকের তিন নম্বর সড়কের ২৫/২৬ নম্বর বাসার অষ্টম তলার ৮/সি নম্বর ফ্ল্যাটের অগ্নিকাণ্ড ঘটে। ফ্ল্যাটের বাসিন্দা ৬১ বছর বয়সী মাসুদা বেগম রান্না করার সময় অসাবধানতাবসত গ্যাসের চুলা থেকে তার শরীরে আগুন লাগে।”
“তখন তিনি বাসার ভেতরে ছুটাছুটি করলে তার শরীরের আগুন বাসার বিভিন্ন আসবাব ও কাপড়ে লেগে যায়।”
মাসুদার চিৎকারে আশেপাশের লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয় তুলে ধরে ওসি বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ওই বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনে ও এই নারীকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তিনি বলেন, আগুনে মাসুদা বেগমের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে।