দুটি মালিকবিহীন লাগেজে মেলে এই মদ।
Published : 23 Jan 2025, 10:04 AM
ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে ৩১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কুকুর।
‘ডাই’ ও ‘মেরিনো' নামের দুই কুকুরের সহায়তায় অবৈধ পণ্য জব্দের কথা বুধবার রাতে এপিবিএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান ভূঁইয়া বলেন, কলকাতা থেকে ঢাকাগামী ইন্ডিগো এয়ারের একটি ফ্লাইট বুধবার সকাল ৯টা ১০ মিনিটে অবতরণ করে।
এরপর বিমানবন্দরের ৭ নম্বর লাগেজ বেল্টে দুটি মালিকবিহীন লাগেজ পাওয়া যায়। পরে ইন্ডিগো এয়ারলাইন্সের প্রতিনিধিসহ অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে এপিবিএনের প্রশিক্ষিত দুই কুকুরের সাহায্যে লাগেজ দুটিকে সন্দেহজনক হিসাবে শনাক্ত করা হয়।
পরে লাগেজ দুইটি থেকে ৩১ লিটার বিদেশি মদ এবং ৩ কেজি বিদেশি ক্রিম (গোরি ক্রিম) উদ্ধার করা হয়।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, প্রশিক্ষিত ডগ স্কোয়াডের মাধ্যমে তারা নিয়মিতভাবে মাদক উদ্ধার ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে আসছেন।