নির্মাণাধীন ভবনের বাইরের দিকে কাজ করার সময় মাচা ভেঙ্গে পড়ে যান তারা।
Published : 17 May 2024, 03:57 PM
রাজধানীর সবুজবাগে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাচা ভেঙ্গে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে সবুজবাগের মায়াকানন এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান গাজী জানান।
নিহতরা হচ্ছেন- অন্তর, আলতাফুর রহমান ও মফিজুল ইসলাম। নিহতদের বয়স ২০ থেকে ২৫ এর মধ্যে।
পরিদর্শক সোলায়মান গাজী বলেন, সকালে মায়াকাননের জামিয়াতুল মসজিদের পশ্চিম পাশে নির্মাণাধীন একটি ভবনের ১০ তলার বাইরের দিকে কাজ করার সময়ে মাচা ভেঙে পড়ে যান তিন শ্রমিক।
“পরে তাদের নিয়ে যাওয়া হয় মুগদা জেনারেল হাসপাতালে। সেখানে দু'জনের মৃত্যু হয়। গুরুতর আহত মফিজুলকে মুগদা হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুর ২টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।”