সময়ের তারতম্যের কারণে মানুষ, বিশেষ করে পথচারীরা বিভ্রান্ত ও সমস্যায় পড়েন বলে ইসলামিক ফাউন্ডেশনের চিঠিতে বলা হয়েছে।
Published : 13 Apr 2025, 05:44 PM
বিভ্রান্তি দূর করতে সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ফাউন্ডেশন রোববার এক চিঠিতে দুপুর দেড়টায় সারা দেশের সব মসজিদে জুমার নামাজ আদায়ের পরামর্শ দিয়েছে।
মহাপরিচালক আ. ছালাম খান স্বাক্ষরিত একটি চিঠি ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় পরিচালক ও জেলা উপপরিচালককে পাঠানো হয়েছে।
“বিভাগ/জেলায় অবস্থিত সকল মসজিদে একই সময়ে অর্থাৎ দুপুর ১.৩০টায় জুমার নামাজ আদায় করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো,” বলা হয়েছে চিঠিতে।
ইসলামিক ফাউন্ডেশন বলেছে, বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। কোনো মসজিদে দুপুর ১টায়, কোনো মসজিদে দেড়টায়, আবার কোনো মসজিদে দুপুর ১টা ৫০ মিনিটে জুমার নামাজ শুরু করতে দেখা যায়।
“সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিগণ বিশেষ করে পথচারী (সফররত মুসল্লিগণ) বিভ্রান্ত ও সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা দূরীকরণে সারাদেশে সকল মসজিদে মুসল্লিগণের সুবিধার্থে একই সময় দুপুর দেড়টায় জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে,” বলা হয়েছে ওই চিঠিতে।