২০টি এজেন্সি মক্কায় ১২৬৫ জন ও মদিনায় ৯৩ জনের জন্য বাড়িভাড়ার চুক্তি করেনি।
Published : 14 Apr 2025, 07:39 PM
এ বছর হজে যেতে চাওয়া ১ হাজার ৩৫৮ জনের বাড়িভাড়া চুক্তি না করার কারণ জানতে চাওয়ার পাশাপাশি ২০টি এজেন্সিকে বাড়িভাড়া করতে সময় বেঁধে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সোমবার রাত ৮টার মধ্যে বাড়িভাড়ার চুক্তি সম্পন্ন না হলে এসব এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ও বিধিমালা’ অনুযায়ী লাইসেন্স বাতিলসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।
রোববার মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে, “২০২৫ সালে ৭০টি লিড এজেন্সির অধীনে আরও ৬৮৩টি এজেন্সি হজ কার্যক্রমে অংশগ্রহণ করছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের রোডম্যাপ অনুসারে প্রথমে ১৪ ফেব্রুয়ারির মধ্যে সকল সেবা চুক্তি সম্পন্ন করার সময় নির্ধারিত ছিল।
“পরবর্তীতে পরিবহন চুক্তি এবং হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি বা হোটেল ভাড়া করার জন্য সৌদি সরকার ২৫ মার্চ পর্যন্ত সময় বাড়ায়। এই সময়ের মধ্যে যেসব এজেন্সি চুক্তিগুলো সম্পন্ন করতে পারেনি, তাদের জন্য আরও ১০ দিন অর্থাৎ ৩ এপ্রিল পর্যন্ত সময় বাড়ায় সৌদি সরকার।”
তবে ১৩ এপ্রিল তাসরিয়াপ্রাপ্ত বাড়ি ভাড়ার সুযোগ বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। ফলে এখন সর্বশেষ সুযোগ হিসেবে মক্কা ও মদিনায় তাসনিফপ্রাপ্ত অর্থাৎ শুধু হোটেল ভাড়া নেওয়ার সুযোগ রয়েছে। এটিও যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে চিঠিতে বলা হয়েছে।
এ অনিশ্চিত পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয় সব লিড এজেন্সিকে নিয়ে একাধিক সভা করে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া মোবাইলে বার্তা পাঠিয়ে এজেন্সিগুলোকে অনুরোধ করার পরও ২০টি এজেন্সি মক্কায় ১২৬৫ জন ও মদিনায় ৯৩ জনের জন্য বাড়িভাড়ার চুক্তি করেনি।
এজেন্সির মাধ্যমে নিবন্ধিত উল্লেখিত হজযাত্রীদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে জানিয়ে চিঠিতে বলা হয়েছে, এজেন্সির অবহেলার কারণে কোনো হজযাত্রী হজে যেতে না পারলে তাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।
এ অবস্থায়, ওই ২০টি এজেন্সিকে বাড়ি ভাড়ার সব প্রক্রিয়া আগামী সোমবার (১৪ এপ্রিল) রাত ৮টার মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।
অন্যথ্যায় ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা-২০২২’ অনুসারে লাইসেন্স বাতিলসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
বাড়িভাড়া চূড়ান্ত না হওয়ায় এ বছর বেসরকারি ব্যবস্থাপনার ১০ হাজার ৪৮৭ জনের হজযাত্রা নিয়ে সম্প্রতি শঙ্কা প্রকাশ করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
গত মঙ্গলবার সচিবালয়ে হজ প্রস্তুতির সর্বশেষ অগ্রগতি বিষয়ে এক সাংবাদ সম্মেলন তিনি ওই তথ্য দেন।
কোনো এজেন্সির অবহেলা বা গাফলতির কারণে একজন হজযাত্রীও যদি হজ করতে না পারে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে বলেও জানান তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, “সর্বশেষ গতকাল মন্ত্রণালয়ের কর্মকর্তারা হজ এজেন্সিসমূহের সঙ্গে জুম প্ল্যাটফর্মে সভা করেছেন। এজেন্সিগুলোর দেওয়া তথ্য অনুসারে, ৮ এপ্রিল দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মক্কায় ১ হাজার ১২৬ জন এবং মদিনায় ১ হাজার ৬৭ জন হজযাত্রীর নুসুক মাসার প্ল্যাটফর্মে হোটেল বা বাড়িভাড়ার রিকোয়েস্ট এখনও সাবমিট করা হয়নি।
উপদেষ্টা বলেন, ওইদিন দুপুর পর্যন্ত বেসরকারি মাধ্যমের ৮১ হাজার ৯০০ জন হজযাত্রীর মধ্যে মক্কায় ৭৪ হাজার ৬২৬ জন ও মদিনায় ৭৮ হাজার ৬৮৭ জনের বাড়িভাড়া নিশ্চিত হয়েছে।
আর মক্কায় ৭ হাজার ২৭৪ জন এবং মদিনায় ৩ হাজার ২১৩ জন মোট ১০ হাজার ৪৮৭ জন হজযাত্রীর বাড়িভাড়া এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছিলেন তিনি।
এ বছর হজে যেতে আগামী শুক্রবারের মধ্যে হজযাত্রীদের ভিসা কার্যক্রম সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত রয়েছে।
আগের বছরের মত এবারও হজযাত্রীদের অর্ধেক পরিবহন করবে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক বহন করবে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স।
চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে ২৯ এপ্রিল; চলবে ৩১ মে পর্যন্ত।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের (১৪৪৬ হিজরী) হজ ৫ জুন অনুষ্ঠিত হতে পারে।
হয়নি বাড়ি ভাড়া, ১০৪৮৭ জনের হজযাত্রা নিয়ে 'শঙ্কায় মন্ত্রণালয়'