বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ফেইনজালের প্রভাবে দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Published : 30 Nov 2024, 02:43 PM
উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় থার্মোমিটারের পারদ নেমেছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে; যা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলছে আবহাওয়া অধিদপ্তর।
তবে দেশজুড়ে এখনই শীত জেঁকে বসার সম্ভাবনা না থাকলেও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ‘মৃদু শৈত্যপ্রবাহের’ আভাস দিয়েছে সংস্থাটি৷
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তখন দেশের উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ থাকবে। আর তিনচার দিন পর রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে।”
দেশের বড় এলাকাজুড়ে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর।
তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য আর দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।
তিন বিভাগে বৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ফেইনজালের প্রভাবে দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
গত শনিবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, পরবর্তীতে সেটি সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপে দশা পেরিয়ে শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়।
গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এর নাম দেওয়া হয় ‘ফেইনজাল’। নামটি প্রস্তাব করেছে সৌদি আরব।
আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ। এ অঞ্চলের ১৩টি দেশের দেওয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়।
ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার সন্ধ্যার দিকে উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূল অতিক্রম করতে পারে।
এর ফলে বাংলাদেশে বৃষ্টি ঝরানো ছাড়া ঘূর্ণিঝড়টির কোনো প্রভাব পড়ার শঙ্কা দেখছেন না আবহাওয়াবিদরা।