টিভি অনুষ্ঠানের মন্তব্যের জেরে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের গ্রেপ্তারের ঘটনায় আলোচনায় আসেন মাসুদা।
Published : 10 Jan 2025, 02:49 PM
তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের হস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, “সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল একজন তথ্য কমিশনারের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিবেদন প্রেরণ করেছে।”
তবে রাষ্ট্রপতির কাছে পাঠানো প্রতিবেদনটি যে তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান।
আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের অগাস্টে মাসুদা ভাট্টিকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
মাসুদা ভাট্টি ও শহীদুল আলমকে তথ্য কমিশনার নিয়োগ
একটি টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া বক্তব্য ঘিরে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। কারাবরণও করতে হয় তাকে। ওই ঘটনায় মাসুদা ভাট্টি আলোচনায় আসেন।
এ বিষয়ে তদন্ত হয়েছে কি না জিজ্ঞাসা করা হলে রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান বলেন, “কন্টেন্টের বিষয়ে আমি কিছু জানি না। তবে মাসুদা ভাট্টির বিষযে এ সপ্তাহে যে প্রতিবেদন পাঠানো হয়েছে তা জানি।”