বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
Published : 16 Jul 2024, 06:15 PM
লাঠিসোঁটা হাতে কোটাবিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
উপাচার্য এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে প্রক্টরিয়াল কমিটি ওই বৈঠকে বসে।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়।
বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসে 'বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ' করার পাশাপাশি শিক্ষার্থীদের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
এছাড়া ক্যাম্পাসে সন্দেহজনক কাউকে চিহ্নিত করা গেলে সে ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হযেছে।
শিক্ষার্থীদের সমাবেশে কোনো ধরনের অস্ত্রশস্ত্র; যেমন- লাঠিসোঁটা, ইট, আগ্নেয়াস্ত্র ইত্যাদি বহন করা নিষিদ্ধ করা হয়েছে।
কেউ নাশকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে যেকোনো ধরনের গুজব ছড়ানো এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগ যে পাল্টাপাল্টি কর্মসূচি শুরু করেছে, তাতে দুই পক্ষকেই লাঠিসোঁটা হাতে অবস্থান করতে দেখা গেছে।
মঙ্গলবার দুপুর দেড়টায় রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগ সমাবেশ ডাকলেও তারা এ কর্মসূচি শুরু করেন বিকাল ৪টায়। প্রায় কাছাকাছি সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু করেছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। তাদের কর্মসূচিও ছিল রাজু ভাস্কর্যে, সেখানে জায়গা না পেয়ে তারা শহীদ মিনারে যান।
রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীদের অনেকেই হেলমেট মাথায় এসেছেন। অনেকের হাতে হকিস্টিক, জিআই পাইপ, রড, স্টাম্প, লাঠিসোঁটা দেখা গেছে।
আর কোটা সংস্কার আন্দোলনকারীদের একটি অংশকে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে লাঠিসোঁটা হাতে অবস্থান নিতে দেখা গেছে।
ছাত্রলীগের কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম মাইকিং করে ক্যাম্পাসে বহিরাগতদের ক্যাম্পাস ত্যাগ করার আহ্বান জানাচ্ছেন।
২০১৮ সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাই কোর্ট অবৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা দুই সপ্তাহ ধরে টানা আন্দোলন চালিয়ে আসছে।
এর মধ্যে রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এক বক্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া দেখান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরদিন সোমবার ক্যাম্পাসে ব্যাপক সংঘর্ষ হয়। এর প্রতিবাদে মঙ্গলবারও কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। সেই আন্দোলেন কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার বিকালে ক্যাম্পাসে কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও দুপুর থেকে ঢাকার বিভিন্ন সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পাঁচ সদস্য আহত হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপরে হামলা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গুলিবিদ্ধ এবং একজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত সাতজন।
ঢাকা, রংপুর ও চট্টগ্রাম থেকে এসেছে মৃত্যুর খবর।
আরও পড়ুন: