Published : 22 Dec 2023, 08:20 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলের মধ্যেই নতুন বছরের প্রথম দিন উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার আনুষ্ঠানিকতা সারবে সরকার।
নির্বাচনের কারণে ২০২৩ সালের শিক্ষা কার্যক্রম নভেম্বর মাসেই শেষ করে দেওয়া হয়। তবে ৭ জানুয়ারির ভোটের কারণে বই উৎসবের তারিখে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম।
বছরের প্রথম দিন ঢাকার মিরপুরে প্রাথমিকের এবং কুমিল্লায় মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।
এর একদিন আগে ৩১ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০২৪ সালে প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের ৩ কোটি ৮১ লাখ ২৭ হাজার ৬৩০ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি বই। এজন্য সরকারের ব্যয় হচ্ছে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা।
বছরের প্রথম দিন বই উৎসব করলেও ছাপা কার্যক্রম শেষ না হওয়ায় মাধ্যমিকের শিক্ষার্থীদের সব বই পেতে অপেক্ষা করতে হবে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত।
অধ্যাপক ফরহাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকের সব বই ৪ ডিসেম্বরের মধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে।
“মাধ্যমিকের সব শ্রেণির বই শিক্ষার্থীদের হাতে পেতে জানুয়ারি মাসের ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে।”
এনসিটিবি জানিয়েছে, এবার কুমিল্লার লালমাই উপজেলার সোয়াগঞ্জ তোফাজ্জল আহমেদ চৌধুরী স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিকের বই উৎসব হবে। ওইদিন সকালে শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করবেন।
আর প্রাথমিকের বই উৎসব হবে রাজধানীর মিরপুরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, “বই উৎসব জানুয়ারির ১ তারিখেই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা মিলনায়তনে ৩১ ডিসেম্বর সকাল ১১টায় বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
“কেন্দ্রীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে যেটা করা হয়, সেটা ঢাকার বাইরে করা হয়। গতবার কাপাসিয়ায়, তার আগে সাভারে হয়েছিল। এবার কুমিল্লায় করা হবে মাধ্যমিকের বই উৎসব। আর স্কুল থেকে প্রথমদিনই বই পাবে শিক্ষার্থীরা।”