ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার এ আবেদন খারিজ করে দেয় ঢাকার সাইবার ট্রাইবুনাল।
Published : 19 Oct 2022, 08:30 PM
বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদের সাধারণ সম্পাদক পুলক ঘটকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
বুধবার ঢাকার সাইবার ট্রাইবুনালের বিচারক আস-সামস জগলুল হোসেন শুনানির পর আবেদনটি গ্রহণ করেননি।
মামলা গ্রহণের কোনো উপাদান না থাকায় আবেদনটি খারিজ করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইবুনালের পেশকার শামীম আল মামুন।
গত সোমবার ঢাকার সাইবার ট্রাইবুনালে হিন্দু আইন সংস্কার প্রতিরোধ কমিটির নেতা বীর মুক্তিযোদ্ধা আইনজীবী ঝুলন কান্তি পাল (জে কে পাল) আবেদন করেছিলেন।
হিন্দু আইন সংস্কার নিয়ে বক্তব্যের জেরে মামলার আবেদন
মামলায় অভিযোগ করা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতন পরিষদের এক সংবাদ সম্মেলনে বাদী ‘হিন্দু আইন সংস্কারের নামে হিন্দু ধর্মীয় ও শাস্ত্রীয় বিধিবিধান পরিবর্তনের’ বিপক্ষে কথা বলেছিলেন, যার পরিপ্রেক্ষিতে আসামি পুলক ঘটক তাকে ব্যক্তিগত আক্রমণ করে তাকে নিয়ে ফেইসবুকে ‘অশ্লীল ও কটূ কথা’ লেখেন।
আবেদনের পর বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব পুলক ঘটক বলেছিলেন, মামলাটি তিনি আইনিভাবেই মোকাবেলা করবেন।