Published : 16 Feb 2023, 08:57 PM
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান, ১৯ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর লস অ্যাঞ্জেলেস সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
“সেখানে তিনি প্যারিস শহরে প্রবাসী বাঙালিদের উদ্যোগে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করবেন আশা করা হচ্ছে।”
সেইসঙ্গে প্যারিস শহরের একটি গণগ্রন্থাগারে ‘বাংলাদেশ কর্নার’ উদ্বোধন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে বক্তৃতা দেবেন পররাষ্ট্রমন্ত্রী।
মুখপাত্র বলেন, এরপর ২৩ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের বিভিন্ন সভায় পররাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন।
এক প্রশ্নে সেহেলী সাবরীন বলেন, “উনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটা সেভাবে সরকারি সফর না, তিনি স্বঃপ্রণোদিত হয়ে যাচ্ছেন। যেহেতু ভাষার মাস, আমরা সবসময় চাই যে, আমাদের যেখানে দূতাবাস আছে, সেখানে একটি করে শহীদ মিনার করা।
“কারণ একুশে ফেব্রুয়ারি শুধু মহান শহীদ দিবস না, এটা ইউনেস্কো স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও।”
ব্রিফিংয়ে ঢাকায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বিশেষ কৌশলগত উপদেষ্টা ও দেশটির পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলে, ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিশেষ দূত জ্যাং সাং মিনের সফরের বিভিন্ন দিক তুলে ধরেন মুখপাত্র।